Stock Market : ভারতের বাজারে (Indian Stock Market) এই ধরনের স্টকের ওপর নজর থাকে সবার। কম টাকা বিনিয়োগ (Investment) করে বিপুল রিটার্ন পাওয়া যায় এই ধরনের শেয়ারে। সেই কারণে একে মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) বলে। আজ বাজারে বড় খবরের কারণে ১০ শতাংশের আপার সার্কিট (Upper Circuit) লেগেছে এই স্টকে। রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিনিয়োগ রয়েছে এই স্টকে।

কী বড় খবর রয়েছে এই স্টকেCNBC-TV18 রিপোর্ট বলছে, বড় ব্লক ডিল হয়েছে এই কোম্পানিতে। সেই কারণেই প্রাইম ফোকাসের শেয়ার আজ বাজারে ১০ শতাংশের আপার সার্কিট লাগিয়েছে। দেড় শতাংশ ব্লক ডিলে শেয়ার বিক্রি করেছে কোম্পানি। যে কারণে আজ ১৫৮ টাকা ৩৭ পয়সায় উঠে গেছে শেয়ার। দুরন্ত গতির এই স্টকের নাম হল প্রাইম ফোকাস শেয়ার (Prime Focus shares)।

কত শেয়ার একসঙ্গে লেনদেন হয়েছে আজপ্রাইম ফোকাসের আজ বাজারে ৪৭ লাখ ৫০ হাজার শেয়ার ব্লক ডিলের মাধ্যমে লেনদেন হয়েছে। তবে এই চুক্তির বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তাই কে শেয়ার কিনেছে বা কে বিক্রি করেছে তা নিয়ে এখন খোলসা করেনি কোম্পানি। 

রণবীর কাপুরের কত টাকার শেয়ার রয়েছে কোম্পানিতেসংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, চলতি বছরের জুলাই মাসে 'রামায়ণ' ছবির টিজার প্রকাশের পর প্রাইম ফোকাসের শেয়ার বাজারের নজরে আসে। বিনিয়োগকারীরা অনেকেই এখানে ইনভেস্ট করার কথা বাবেন। রিপোর্টে বলা হয়, রণবীর কাপুর প্রাইম ফোকাস স্টুডিওতে ১৫-২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এর আগে কোম্পানি ৪৬ কোটিরও বেশি শেয়ারের একটি ইস্যু অনুমোদন করেছিল।

এরপরই অভিনেতা রণবীর কাপুরের মতো আরও অনেক বিনিয়োগকারী এতে বিনিয়োগ করেছিলেন। শোনা যাচ্ছে- রণবীর ১৫-২০ কোটি টাকায় কোম্পানির ১২.৫ লক্ষ শেয়ার কিনেছিলেন। যার পরই ধুম পড়ে যায় এই শেয়ার কেনার।  

গ্যারেজ থেকে বিশাল বড় কোম্পানিপ্রাইম ফোকাস আসলে মিডিয়া ও বিনোদন খাতের সঙ্গে সম্পর্কিত একটি কোম্পানি।  প্রাইস ফোকাস ১৯৯৭ সালে মুম্বাইয়ের একটি গ্যারেজে নমিত মালহোত্রা শুরু করেছিলেন। কোম্পানি ডিজিটাল মিডিয়া, অ্যানিমেশন, ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশন সম্পর্কিত পরিষেবা দিয়ে থাকে। এনএসইতে উপলব্ধ কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন ডেটা অনুসারে এই বছরের ৩০ জুন পর্যন্ত নমিত মালহোত্রার ১.৪৯ কোটি শেয়ার ছিল, যা কোম্পানির ৪.৮১ শতাংশ শেয়ারের সমান।

কী করে কোম্পানি২০১৪ সালে এই কোম্পানি আন্তর্জাতিক ভিজ্যুয়াল এফেক্টস কোম্পানি ডাবল নেগেটিভ (DNEG) অধিগ্রহণ করে। পরবর্তীতে এটি টেনেট, ডুন: পার্ট ওয়ান ও ডুন: পার্ট টু-তে তার কাজের জন্য অ্যাকাডেমি পুরষ্কার জিতে নেয়, যার ফলে তাদের অস্কারের সংখ্যা আটে পৌঁছে যায়।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)