Share Market: ২০২১ সাল থেকে ধরলে ভারতের বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক লাফে ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। বিপুল র‍্যালি চলছে ভারতের শেয়ার বাজারে। একই সময়ের মেয়াদে BSE500 সূচকটি আবার ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বেঞ্চমার্ককে বিপুল হারে ছাপিয়ে গিয়েছে ১০টি স্টকের রিটার্ন। এক কথা মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stocks) এনে দিয়েছে এই সব স্টক। তিন বছরের মধ্যে সর্বোচ্চ ৪৭০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে ১০টি স্টকে। কোন কোন স্টক ? এরমধ্যে কোনটি ছিল আপনার পোর্টফোলিওতে ?


Lloyds Metals & Energy


বেশিরভাগ স্টকই (Multibagger Stocks) মূলত BSE500 সূচকের আওতায় পড়ে। আর এই সংস্থাটিও তাই যা মূলত লৌহ-ইস্পাত উৎপাদনকারী সংস্থা। ৩ বছরের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম ১৪.৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৭১৬.৬৫ টাকা। অর্থাৎ এই সংস্থার স্টকে তিন বছরে এসেছে ৪৭৭৫ শতাংশ রিটার্ন। এক বছরেই লিলয়েডস মেটালসের স্টকে ১২২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।


Jupiter Wagons


রেলের ওয়াগন তৈরি করে এই সংস্থা যার শেয়ারের দাম তিন বছরে বেড়েছে ২৩৪২ শতাংশ। ১৬.০৭ টাকা থেকে শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪০৭.৮৫ টাকা। এমনকী এক বছরের মধ্যেই এই শেয়ারের দাম বেড়েছে ২৮৬ শতাংশ।


Apar Industries


এক বছরে শেয়ারের দাম বেড়েছে ১৭৯ শতাংশ আর তিন বছরের হিসেবে এই সংস্থার শেয়ার থেকেই ১৪৮০ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।


BLS International Services


সেরা মাল্টিব্যাগার স্টকের তালিকায় চতুর্থ স্থানেই আছে এই স্টকের নাম। ২২.৭ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে এই শেয়ারের দাম। এক কথায় হিসেব করলে ১৪৪৪ শতাংশ দাম বেড়েছে এই শেয়ারের।


JBM Auto


অটো স্টকেও এই শেয়ারটি মাল্টিব্যাগার দিয়েছে। তিন বছরে ১১৬০ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। শেষ এক বছরে ১৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক।


Mazagon Dock Shipbuilders


এই বেসরকারি সংস্থার শেয়ারে বিনিয়োগকারীরা ১০৭৮ শতাংশ রিটার্ন পেয়েছেন তিন বছরের মধ্যে। শেষ এক বছরে ২১৫ শতাংশ রিটার্ন এসেছে।


Rail Vikas Nigam


এই তালিকার (Multibagger Stocks) সবার শেষে আছে রেল বিকাশ নিগমের মত রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক। এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৯৫৬ শতাংশ, তাও মাত্র তিন বছরে। ২৭.৪ টাকা থেকে শেয়ারের দাম বেড়েছে ২৮৮.৮ টাকা।


এছাড়াও সুজলন এনার্জি, হিন্দুস্তান এরোনটিকস, উষা মার্টিন ইত্যাদি পিএসইউ স্টকগুলিও বিপুল হারে রিটার্ন দিয়েছে।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Google layoffs: 'কোম্পানির ইজরায়েল চুক্তির প্রতিবাদও করেননি, শুধু দাঁড়িয়ে দেখেছিলেন', তাতেই চাকরি হারালেন গুগল কর্মী