ESIC Recruitment: কর্মী রাজ্য বিমা কর্পোরেশনে চাকরির সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ। পূর্ণ সময়ের বা আংশিক সময়ের স্পেশালিস্ট পদের জন্য চাকরির (Job News) সুযোগ দিচ্ছে ESIC সংস্থা। বিভিন্ন বিভাগে চুক্তির ভিত্তিতে লোক নেওয়া হবে। এমবিবিএস এবং যে কোনও স্পেশালাইজেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই নিয়োগ হবে এই সংস্থায়। আবেদনকারীর কী কী শিক্ষাগত যোগ্যতা (ESIC Recruitment) লাগবে, কোন কোন পদেই বা হবে নিয়োগ- জেনে নিন বিস্তারিত।


শূন্যপদ


রাজ্য বিমা কর্পোরেশনে ৯ জন কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে। পূর্ণ সময়ের বা আংশিক সময়ের স্পেশালিস্ট হিসেবে লোক নেওয়া হবে এই সংস্থায়। যে যে বিভাগে হবে এই নিয়োগ তাঁর মধ্যে রয়েছে- অ্যানাস্থেশিয়া, ডার্মাটোলজি, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, ইএনটি, শিশুরোগ বিশেষজ্ঞ, রেডিওলজি এবং সার্জারি। এর মধ্যে সব মিলিয়ে মোট ৫টি আসন আছে অসংরক্ষিত প্রার্থীদের জন্য, ২টি আসন ওবিসি প্রার্থীদের জন্য এবং বাকি ২টি আসন যথাক্রমে SC ও ST সম্প্রদায়ের প্রার্থীদের জন্য।


শিক্ষাগত যোগ্যতা কী লাগবে


ESIC-তে উপরি-উল্লিখিত বিভাগে নিয়োগের আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সহ এমবিবিএস পাশ করে থাকতে হবে। ৩ বছরের অভিজ্ঞতা সহ পিজি ডিগ্রি থাকতে হবে অথবা প্রার্থীর ৫ বছরের অভিজ্ঞতা সহ পিজি ডিপ্লোমা করা থাকতে হবে।


বয়সসীমা


এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৬৯ বছরের মধ্যে।


কাজের মেয়াদ


ESIC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উল্লিখিত পদের জন্য নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। ন্যূনতম ১ বছরের চুক্তিতে নিযুক্ত হবেন নির্বাচিত প্রার্থীরা। তবে এক্ষেত্রে মাঝে কোনও স্থায়ী নিযুক্ত প্রার্থী যোগ দিলে এই চুক্তি বাতিল বলে গণ্য হবে।


বেতন


পূর্ণ সময়ের স্পেশালিস্ট পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১,০৬,০০০ টাকা বেতন পাবেন এবং আংশিক সময়ের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০,০০০ টাকা বেতন পাবেন। এছাড়া অন্য কোনও অ্যালাউয়েন্স দেওয়া হবে না।


ইন্টারভিউর বিস্তারিত তথ্য


যতদিন না পর্যন্ত এই পদগুলি পূর্ণ হয়, ততদিন পর্যন্ত প্রতি শুক্রবার (কর্মদিবস হতে হবে) ইন্টারভিউ চলবে। গুয়াহাটির বেলতলায় ESIC-র সদর দফতরে হবে এই ইন্টারভিউ। সকাল ৯ টা থেকে ৯.৩০-এর মধ্যে আসতে হবে প্রার্থীদের।


নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ুন।


আরও পড়ুন: Job News: সহকারী অধ্যাপক নিয়োগ করছে ইউপিএসসি, স্নাতক হলেই আবেদনের সুযোগ- কীভাবে আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI