রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আন্তর্জাতিক শ্রমিক দিবসের (International Labour Day)) দিনই ঝাঁপ বন্ধ হয়ে গেল ডুয়ার্সের একটি চা বাগানের। মে দিবসের দিন বন্ধ হয়ে গেল বানারহাট- (Banarhat) ব্লকের তোতাপাড়া চা বাগান। আর বাগান বন্ধ হওয়ার জেরেই কাজ হারালেন প্রায় হাজার খানেক বাগান শ্রমিক। কাজ হারিয়ে কার্যত আঁধারে শ্রমিক পরিবারগুলি। গোটা ঘটনায় বাগান কর্তৃপক্ষের তরফে শ্রমিক অসন্তোষকেই দায়ী করা হয়েছে।  


বেশ কিছুদিন ধরেই বানারহাটের তোতাপাড়া (Totapara Tea Garden)) বাগানে শ্রমিক অসন্তোষ চলছিল। মূলত বাগানটিতে পাওনাগন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। বাগানে কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তার সঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে।


সূত্রের খবর, পিএফ ( PF), গ্র্যাচুইটির মতো বকেয়া নিয়ে সমস্যা হয়েছিল। তার সঙ্গেই বেতন নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। অভিযোগ, শ্রমিকদের মজুরি নিয়েও সমস্যা হচ্ছিল। তিন সপ্তাহের মজুরি বকেয়া পড়েছিল বলে অভিযোগ। এর ফলেই শ্রমিক অসন্তোষ চরমে উঠেছিল। ২৭ এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায়  গিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। এরপর বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছিলেন বানারহাটের ভিডিও। বানারহাট বিডিও অফিসেও  একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় মালিকদের তরফে মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার সেটা দেওয়াও হয়। তারপরেই হঠাৎ রাতে কর্মবিরতি জারি হয়।


ওইদিনই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ-প্রশাসনকেও তাঁদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয়। বাগানটির স্থায়ী শ্রমিক সংখ্যা ৮৩০, এই সিদ্ধান্তর ফলে বিপাকে পড়লেন তাঁরা।


চা বাগান নিয়ে বারবার সামনে উঠে এসেছে নানা সমস্যা। কখনও বন্য প্রাণীর আক্রমণ। কখনও রেশন নিয়ে সমস্যার কথা উঠে এসেছে। আবার বাগান বন্ধ করার ঘটনা এর আগেও ঘটেছে। কদিন আগেও নকশালবাড়িতে বন্ধ ত্রিহানা চা বাগান নিয়ে অভিযোগ উঠেছিল। সেখানেও বাগান বন্ধ হওয়ার পিছনে শ্রমিক অসন্তোষের কথা বলা হয়েছিল। যদিও অভিযোগ উঠেছিল নদী থেকে পাথর তুলতে বাধা দেওয়ায় ওই ব্যবসার সঙ্গে যুক্তরা বাগানের কিছু শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়ে বাগান বন্ধ করার পরিস্থিতি তৈরি করেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: গরমে পুড়ছে ২ মেদিনীপুর! আর কতদিন চলবে তাপপ্রবাহ?