Best Stocks To Buy : এই স্টকের (Stock Price) বিষয় শুনলে কথা বন্ধ হয়ে যায় অনেকের। ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) ব্যতিক্রমী সাফল্য় পেয়েছে এই স্টক। আপনিও যদি ৬ মাস আগে এই স্টকে ৩৫ হাজার টাকা বিনিয়োগ (Investment) করতেন, তাহলে ৬ মাসে তা ৩,৩০০ কোটি হয়ে যেত।


চলতি বছরে এই দুই স্টক দিয়েছে ব্যতিক্রমী রিটার্ন
২০২৪ সালে ভারতের শেয়ার বাজারও অনেক ওঠানামা দেখেছে। তারপরও কিছু স্টক দিয়েছে ব্যতিক্রমী রিটার্ন। যা দেখে হতবাক হয়েছেন বিনিয়োগকারীরা। এই স্টক হাজার গুণ রিটার্ন দিয়েছে মাত্র কিছু মাসে। জানেন এই স্টকের নাম।


সবার ওপরে রয়েছে এলসিড ইনভেস্টমেন্ট
ভারতের শেয়ার বাজারের ব্যতিক্রমী রিটার্নের তালিকায় এক নম্বরে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের শেয়ার। এই শেয়ারটি এক বছরে বিনিয়োগকারীদের ৫,৪৭০,১৫৪.৯৬ গুণ রিটার্ন দিয়েছে। ২১ জুন এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল ৩.৫৩ টাকা, যা ৮ নভেম্বর ২০২৪-এ বেড়ে ৩,৩০,৪৭৩.৩৫ টাকা হয়েছে। অর্থাৎ, আপনি যদি ২১ জুন ২০২৪-এ এই শেয়ারে ৩৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ৬ মাসে তা ৩৩০০ কোটি হয়ে যেত।


দ্বিতীয় স্থানে রয়েছে শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড


এলসিড ইনভেস্টমেন্টের মতো এই মাল্টিব্যাগার স্টকটিও তার বিনিয়োগকারীদের হতবাক করা রিটার্ন দিয়েছে। শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিসন নেটওয়ার্ক লিমিটেডের একটি শেয়ারের দাম ৪ ডিসেম্বর ২০২৩ সালে ছিল ১ টাকা ৬০ পয়সা। আজ অর্থাৎ ২৫ ডিসেম্বর ২০২৪ সালে এর একটি শেয়ারের দাম ১,৮১৪.০০ টাকা। যেখানে, এর সর্বকালের হাই ২,2২১৯.৯৫ টাকা। অর্থাৎ, যদি একজন বিনিয়োগকারী ৪ ডিসেম্বর ২০২৩-সালে এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ সেই টাকা ২,৮৯৬,০০০ টাকা হয়ে যেত। অর্থাৎ এক বছরে ৭২,৪৬০.০০ শতাংশ রিটার্ন।


এই মাল্টিব্যাগার স্টকগুলিও দুরন্ত রিটার্ন দিয়েছে


এই বছর নিফটি 500 সূচকের ৩৩টি স্টক দুর্দান্ত পারফর্ম করেছে। বিনিয়োগকারীদের ১০০ থেকে ৩২০ শতাংশ পর্যন্ত অসাধারণ রিটার্ন দিয়েছে এই স্টকগুলি। এই রিটার্ন রিয়েল এস্টেট, ইএমএস, পাওয়ার ও মূলধন সামগ্রীর মতো বিভিন্ন সেক্টরের স্টক থেকে এসেছে।


এই তালিকার শীর্ষে রয়েছে GE Vernova T&D India । যা ২০২৪ সালে ৩২০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ কোম্পানি ২০২৩ সালে ৩৩৬ শতাংশ বৃদ্ধির সাক্ষী থেকেছে। এর পরে রয়েছে জ্যোতি CNC অটোমেশন৷ ভারতের শেয়ার বাজারে লিস্টিংয়ের পর থেকে স্টকটি টানা বেড়েছে। ৩০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই শেয়ার। যা প্রতি শেয়ার ৪৩৪ টাকা থেকে ১৩৩১ টাকায় পৌঁছেছে।


কেফিন টেকনোলজিসও বাজারে ভালো পারফর্ম করেছে। স্টকটি শেয়ার প্রতি ৪৮৫ টাকা থেকে ১৪৪৪ টাকায় পৌঁছেছে। যা বিনিয়োগকারীদের ১৯৭ শতাংশ লাভ দিয়েছে। Kaynes Technology India ১৮০ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি Dixon Technologies দিয়েছে ১৭৫ শতাংশ রিটার্ন।


Money Rule Change : গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম