Realme Phones: আজকাল স্মার্টফোন (Smartphones) আমাদের সকলের জীবনেই একটি অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস হয়ে গিয়েছে। স্মার্টফোনে চার্জ (Smartphone Charging Features) হতে বেশি সময় লাগে তাহলে বেশ মুশকিল। বরং চোখের নিমেষে ফোনে চার্জ হয়ে গেলে নিশ্চিন্ত থাকেন আপনি। ইউজারদের সুবিধার কথা ভেবে এবার তাই ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট (300W Charging Support) ফিচার নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি সংস্থা। একথা নিশ্চিত ভাবে জানিয়েছেন রিয়েলমি (Realme Smartphones) সংস্থার এক আধিকারিক। অর্থাৎ আগামী দিনে রিয়েলমির স্মার্টফোনে ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। এর আগে ২৪০ ওয়াটের চার্জিং যুক্ত রিয়েলমি জিটি নিও ৫ ফোন (Realme GT Neo 5) লঞ্চ করেছে সংস্থা। এই চার্জিং সাপোর্টে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ১০ মিনিটেরও কম সময়। এবার তার থেকেও কম সময়ে যাতে ফোনে ১০০ শতাংশ চার্জ হয় সেই জন্যই লঞ্চ হবে ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত স্মার্টফোন। তবে কবে রিয়েলমির এই উন্নত চার্জিং ফিচার যুক্ত ফোন লঞ্চ হবে, কোন কোন মডেলে এই চার্জিং সাপোর্ট থাকবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, শাওমি সংস্থা কিন্তু গতবছরই ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত ফোন লঞ্চ করেছে। রেডমি নোট ১২ ডিসকভারি এডিশন মডেলে এই দুর্দান্ত চার্জিং ফিচারের সাপোর্ট দেখা গিয়েছে গতবছর অর্থাৎ ২০২৩ সালে। এদিকে শাওমির ফোনের সঙ্গে রিয়েলমির ফোনের প্রতিযোগিতা সকলেরই জানা। তাই বাজারে যাতে পিছিয়ে না পড়ে সেই জন্যই তড়িঘড়ি ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট ফিচার নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি কর্তৃপক্ষ। রেডমি নোট ১২ ডিসকভারি এডিশন ফোনে রয়েছে ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট। গতবছর ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। রেডমি সংস্থার দাবি, এই ফোনে পুরো চার্জ হতে (শূন্য থেকে) সময় লাগে ৫ মিনিটেরও কম। এই ফোনে একটি ৪১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে এখনও ৩০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ফোন লঞ্চ করেনি শাওমি সংস্থার সাব-ব্র্যান্ড রেডমি।
আরও পড়ুন- কেমন দেখতে হতে পারে সিএমএফ ফোন ১ ? দাম কত হতে পারে ? দেখে নিন সম্ভাব্য ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।