Equity Mutual Fund: দেশে ক্রমেই বাড়ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝোঁক। মে মাসে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ৩৪,৬৯৭ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানা গিয়েছে AMFI সংস্থার সূত্রে। এত পরিমাণ বিনিয়োগ কল্পনাই করা যায় না। এপ্রিল মাসের থেকেও মে মাসে এই বিনিয়োগের (Mutual Fund Investment) পরিমাণ বেড়ে গিয়েছে ৮৩ শতাংশ। আর এভাবেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নয়া রেকর্ড গড়ল বিনিয়োগের নিরিখে।
এপ্রিলে আশাব্যঞ্জক ছিল না বিনিয়োগ
অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডিয়া (AMFI)-র তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ইকুইটি মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। এপ্রিল মাসে শুধুমাত্র ১৮,৯১৭ কোটি টাকা বিনিয়োগ এসেছে মিউচুয়াল ফান্ডে। আগের মাসের থেকেও ১৬.৪২ শতাংশ কমে গিয়েছে দাম। অন্যদিকে মে মাসে এই বিনিয়োগের মাত্রা ৮৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৩৪,৬৯৭ কোটি টাকায়। বিনিয়োগকারীদের (Mutual Fund Investment) ভরসা যে বাড়ছে বাজারের উপর তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়।
এই ইকুইটি ফান্ডে বেড়েছে বিনিয়োগ
৩৯তম মাস ধরে ইকুইটি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund Investment) বিনিয়োগ বেশ আশাব্যঞ্জক রূপ দিয়েছিল। মে মাসে এই ফান্ডে বিনিয়োগ ব্যাপক হারে বেড়েছে। ইকুইটি বাজারে বিরাট উত্থান-পতন হলেও বিনিয়োগকারীদের ভরসা অটুট ছিল।
থিমেটিক ও সেক্টোরাল ফান্ডে বিনিয়োগ বেড়েছে
সেক্টোরাল ও থিমেটিক ফান্ডের পারফরম্যান্স এবারে খুবই ভাল হয়েছে। মে মাসে এই ধরনের ফান্ডগুলিতে ১৯,২১৩ কোটি টাকা বিনিয়োগ এসেছে। বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এই ধরনের ফান্ডে। মে মাসে স্মলক্যাপ ফান্ডের পারফরম্যান্সও ভাল হয়েছে। ২৭২৪.২৪ কোটি টাকা বিনিয়োগ এসেছে স্মলক্যাপ ফান্ড। অন্যদিকে মিডক্যাপ ফান্ডে বিনিয়োগ এসেছে ২৬০৫.৭০ কোটি টাকা।
লার্জ ক্যাপ ফান্ডেও বিনিয়োগ বেড়েছে
মে মাসে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডের পারফরম্যান্স তেমন ভাল হয়নি। মে মাসে ৬৬৩.০৯ কোটি টাকা বিনিয়োগ এসেছে। বিশেষ ফান্ডে এবং উচ্চ রিটার্ন দেয় এমন ফান্ডেই বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Multibagger Stock: ৫৪ শতাংশ বেড়েছে পাঁচ দিনে, এই স্টক দেখাচ্ছে দুরন্ত গতি