Nomination Rules: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সংক্ষেপে সেবি সম্প্রতি মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টগুলিতে নমিনেশনের নিয়মে বড় বদল এনেছে। এই নিয়মের অধীনে একজন বিনিয়োগকারী এখন তাঁর ডিম্যাট অ্যাকাউন্ট (Mutual Fund Nomination) এবং মিউচুয়াল ফান্ডে মোট ১০ জন ব্যক্তির নাম নমিনেশন করতে পারবেন। অর্থাৎ কোনো বিনিয়োগকারী এখন চাইলে তাঁর ফোলিওতে ১০ জনকে নমিনি হিসেবে (Nominee Policy) মনোনীত করতে পারেন। এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ মার্চ ২০২৫ থেকে।
নতুন নির্দেশিকা দিয়েছে সেবি
সেবি এই নমিনেশনের নিয়মে বদল এনেছে অনেকগুলি কারণে। মূলত এই পরিবর্তনের উদ্দেশ্য হল দাবিহীন সম্পদ কমানো এবং বিনিয়োগের আরও ভাল ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনেক সময় বিনিয়োগকারীর মৃত্যু হলে বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিনিয়োগের বণ্টন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ দেখা যায়। আর এই বিবাদের সমাধানের জন্যই এই নিয়ম চালু করেছে সেবি।
এই নমিনেশনের জন্য মনোনীত ব্যক্তির ফোন নম্বর, ইমেল, ঠিকানা, আধার নম্বর, প্যান নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর ইত্যাদি জমা করতে হবে। সামগ্রিকভাবে মনোনীত ব্যক্তির ব্যক্তিগত তথ্য দিলে এই নমিনেশন প্রক্রিয়া (Mutual Fund Nomination) সম্পূর্ণ হবে। এর সঙ্গে মনোনীত ব্যক্তির সঙ্গে আপনার কী সম্পর্ক তাও উল্লেখ করতে হবে। সেবি আরও জানিয়েছে যে বিনিয়োগকারীদের পাওয়ার অফ অ্যাটর্নি মনোনীত ঘোষণা করার কোনো অধিকার আর থাকবে না।
এই নতুন নিয়ম অনুসারে, কোনো মনোনীত ব্যক্তি অন্য কোনো মনোনীত ব্যক্তির সঙ্গে যৌথভাবে নমিনি থাকতে পারেন। আবার তারা চাইলে নিজ নিজ শেয়ারের জন্য পৃথক ফোলিও বা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। মনোনীত ব্যক্তির কাছে সম্পদ হস্তান্তরের সময় এগুলি প্রয়োজন পড়বে। বিনিয়োগকারীর মৃত্যু হলে সেই মৃত্যুর শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি মনোনীত ব্যক্তির কেওয়াইসি সঠিকভাবে জমা করলে সম্পদ হস্তান্তর করা হবে। সমস্ত মিউচুয়াল ফান্ড হাউজ এবং ডিপোজিটরির মত সংস্থাগুলিকে সেবি বিনিয়োগকারীদের নমিনেশন জমা দেওয়ার জন্য অনলাইন ও অফলাইন ফর্ম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকী জানানো হয়েছে সমস্ত সংস্থাকে নমিনির ফোলিওতে সম্পদ হস্তান্তরের পরে আট বছরের জন্য সেই রেকর্ড সঞ্চিত রাখতে হবে।