নয়াদিল্লি: তলানিতে ঠেকেছে ব্যাঙ্কের সুদ। সন্তানের আর্থিক সুরক্ষার কথা ভেবে বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে। সেক্ষেত্রে কোথায় টাকা ঢাললে আশানুরূপ ফল পাবেন, তারই সুলুক সন্ধান দিচ্ছি আমরা।


SBI Magnum Children's Benefit Fund


বাজারের ওঠানামা বলছে, এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ৪ স্টার রেটিং থাকায় এই ফান্ডে বিনিয়োগ অনেকটাই সুরক্ষিত।ফান্ডের অতীত বলছে, এক বছরে এই ফান্ড ২৫.৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ৬ মাসে এই রিটার্নের সংখ্যাটা ছিল ১২.৫ শতাংশ। SBI Magnum Children's Benefit Fund আদতে একটি মিড সাইজ ফান্ড। যা হাইব্রিড ফান্ডের তালিকায় ধরা হয়। 


UTI CCF Investment Plan


এই ফান্ড থেকে এক বছরে বিনিয়োগকারী ২৩.২৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। 
৬ মাসের স্কিমে এই ফান্ড আমানতকারীদের ৮.২২ শতাংশ রিটার্ন দিয়েছে।
এই ফান্ডের বেশিরভাগ বিনিয়োগ ফিন্যান্স সেক্টর, অটোমোবাইল, সার্ভিস সেক্টর, টেকনোলজি , এফএমসিজিতে যায়।
এই ফান্ড ইনফোসিস, এইচডিএফসি, আইসিআইসিআই-তেও বিনিয়োগ করে।


HDFC Children's Gift Fund


ভ্যালু রিসার্চ অনুয়ায়ী এই ফান্ডকে ৪ স্টার রেটিং দেওয়া হয়েছে।
গত এক বছরে বিনিয়োগকারীকে ৪৩.৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড।
মাত্র ৬ মাসে ১৮.২৩ শতাংশ রিটার্ন দিয়েছে HDFC Children's Gift Fund।
এই ফান্ডের ৬৭.১০ শতাংশ পয়সা স্টকে বিনিয়োগ করা রয়েছে। বাকি ১৯.৭ শতাংশ ডেবট ফান্ডে ইনভেস্ট করেছে কোম্পানি।
৪৬৬৭ কোটি টাকার মিড সাইড ফান্ড বাজারে অন্যতম লাভের জায়গা।


Axis Children's Gift Fund


এই ফান্ডকে ভ্যালু রিসার্চ ৩ স্টার রেটিং দিয়েছে।
এক বছরে বিনিয়োগকারীকে ৩৬.৩ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড। ৬ মাসে বিনিয়োগকারী পেয়েছেন ১৩.৩ শতাংশ।ফিন্যান্স সেক্টর, 
অটোমোবাইল, সার্ভিস সেক্টর, টেকনোলজি ছাড়াও কেমিক্যাল সেক্টরে বিনিয়োগ রয়েছে এই ফান্ডের।
ফান্ডের ৬৫ শতাংশ ইকুইটিতে বিনিয়োগ করা হয়েছে।


LIC MF Children's Fund


এই ফান্ডকেও ৩ স্টার রেটিং দিয়েছে ভ্যালু রিসার্চ।
গত এক বছরে বিনিয়োগকারীকে ২৯.৬ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড। ৬ মাসে আমানতকারী পেয়েছেন ৭.৩ শতাংশ।এইচডিএফসি, 
আইসিআইসিআই ব্যাঙ্ক ছাড়াও টাটা কনসালট্যান্সি লিমিটেডে বিনিয়োগ রয়েছে এই ফান্ডের।
হেলথ কেয়ার, কনজিউমার গুডস, ফিন্যান্স, টেকনোলজি সবেতেই টাকা বিনিয়োগ করেছে এই ফান্ড।


ডিসক্লেইমার :  এবিপি লাইভ পাঠককে কোনও ধরনের ফান্ডে বিনিয়োগ করতে বলে না। এই তথ্য কেবল পাঠককে জানাতে শেয়ার করা হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি নেওয়ার সমান। কোনও জায়গায় বিনিয়োগ করার আগে তার স্কিম সম্পর্কিত তথ্য ভালোভাবে পড়ে নিন। স্কিমের ন্যাভ(নেট অ্যাসেট ভ্যালু) জেনে নিন। আপনার বিনিয়োগ বাজার ওঠানামার সঙ্গে ঝুঁকিপূর্ণ।