ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  লোকসভা ভোট (Lok Sabha Election 2024) যত এগিয়ে আসছে, বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা (Bomb Rescue)। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে নানুর, কীর্নাহার এবং ইলামবাজার থানা এলাকায় ২০০ এর বেশি বোমা উদ্ধার। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।  


নানুর থানার ব্রাহ্মণখন্ড এবং তাকোড়া গ্রামের বাইরে মাঠ থেকে দু-ড্রাম করে মোট চার ড্রাম বোমা উদ্ধার হয়েছে। বোমা গুলি প্লাস্টিকের ড্রামে রাখা ছিল। চারটি ড্রামে ১৫০ মত বোম রয়েছে। একই ভাবে নানুরের বেলুটি গ্রাম থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  তার কাছ থেকে একটি ওয়ান শাটার এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ ওই ব্যাক্তিকে জেরা করলে আরও আগ্নেয়াস্ত্র পাওয়া যেতে পারে। 


অন্য দিকে নানুরের পাশে কীর্নাহার থানা এলাকায় সরডাঙা গ্রামের মাঠ থেকে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ।  গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান।একই ভাবে ইসলামবাজার থানার নাচন্সা গ্রামের কাছে শাল নদীর চর থেকে দুটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। মূলত, এর আগে পাড়ুই এবং মারগ্রাম থানা এলাকা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ।এদিকে এত বোমা উদ্ধার হলেও কারা এই বোমা রেখেছে বা কারা এই বোমা তৈরি করছে তাদের কাউকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেতে শুরু করেছে।


প্রসঙ্গত,  অতীতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয়েছিল তিন শিশু। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক এলাকায়। আমবাগাতে খেলতে গিয়েছিল নিছক আর দশটা দিনের মতোই। কিন্তু সেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই মর্মান্তিক ঘটনা হয়।এখানেই শেষনয়, আগেই বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছিল।  বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সেবার রাজু রায়চৌধুরীর। মৃত বালক, বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা। 


আরও পড়ুন, '.. ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য', আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


এর আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানিয়েছিলেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে গিয়েছিল গোটা বাড়ি।কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা।