Multibagger Fund: শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি তো থাকেই, বিনিয়োগ ঠিক না হলে টাকা হারানোর সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া শেয়ারের দাম শেয়ারের গতি নিয়ে বিশ্লেষণ করতে অনেক পড়াশোনার দরকার পড়ে। সেই সময় এবং অভিনিবেশ অনেকের থাকে না, কিন্তু তাঁরা এই শেয়ার বাজার থেকে ভাল মুনাফা করতে চান। এই ধরনের ব্যক্তিদের জন্য সবথেকে ভাল বিনিয়োগের মাধ্যম হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund) যেখানে স্টকের রিটার্নের অনুসারেই রিটার্ন মেলে, কিন্তু বেশি সময় দেওয়ার দরকার পড়ে না। এমনই একটি মিউচুয়াল ফান্ডে চমকে দেওয়া রিটার্ন এনে দিয়েছে ২৪ বছরে। মাত্র ১ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকা রিটার্ন এসেছে এই ফান্ড (Sundaram Multi Cap Fund) থেকে।


মূলত স্টকই হোক বা মিউচুয়াল ফান্ড এখানে আশ্চর্য ঘটনা ঘটায় কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এই কম্পাউন্ডিংয়ের মজাতেই যত সময় যায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আপনার বিনিয়োগ। ফলে যত বেশি সময় ধরে বিনিয়োগ করা যায়, তত বেশি মুনাফা মেলে।


সুন্দরম মাল্টি ক্যাপ ফান্ডে (Sundaram Multi Cap Fund) এভাবেই এসেছে দুরন্ত রিটার্ন। মাত্র ২৪ বছরের মধ্যেই ১ লাখ থেকে ৩০ লাখ বানিয়েছে এই ফান্ড। কীভাবে দেখে নিন। ২০০০ সালের ২৫ অক্টোবর বাজারে এসেছিল সুন্দরম মাল্টিক্যাপ ফান্ড। মূলত যে কোনও মাল্টি ক্যাপ ফান্ড তাঁর মোট সম্পদের ৭৫ শতাংশ ইকুইটি বা ইকুইটি-সংলগ্ন মাধ্যমে বিনিয়োগ করে থাকে। একে অনেকে ডাইভার্সিফায়েড ইকুইটি ফান্ড বলে থাকেন।


এই সুন্দরম মাল্টি ক্যাপ ফান্ডে (Sundaram Multi Cap Fund) যদি কেউ শুরুর দিনে ১ লাখ টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা এক বছরে হত ১.৩৯ লাখ, ৩ বছরে রিটার্ন আসত ১.৭০ লাখ, ৫ বছরে রিটার্ন ২.১ লাখ টাকা পেতেন। এই ১ লাখ টাকা থেকেই ১০ বছরে এই ফান্ড থেকে রিটার্ন পেতেন ৪.৫২ লাখ টাকা। আর সেই টাকা যদি আজকের দিনে তুলতেন, অর্থাৎ দীর্ঘ ২৪ বছর ফেলে রাখতেন, তাহলে তার মূল্য দাঁড়াত ৩০ লাখ টাকা।


১ বছরে এই ফান্ডে (Mutual Fund) রিটার্ন এসেছে ৩৯.৬ শতাংশ। তারপর দীর্ঘ ১০ বছরের মেয়াদে বার্ষিক ১৬.৩ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই ফান্ড। আর এই ফান্ডে ২৪ বছরে আপনার টাকা বেড়ে যেত ৩০ গুণ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Share Market Closing: সবুজেই বন্ধ হল বিশেষ সেশন, বিপুল মুনাফা কোন কোন স্টকে ?