SIP Investment Tips: কম ঝুঁকির সঙ্গে ভাল রিটার্ন পেতে চাইলে মিউচুয়াল ফান্ড হতে পারে আদর্শ বিকল্প। তবে প্রথমবার  সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করতে গেলে অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলি। না হলে লাভের পরিবর্তে হবে লোকসান।
 
Mutual Fund Investment: আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP) সাহায্যে নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মিউচুয়াল ফান্ড পছন্দ করতে পারেন। আসুন জেনে নিই এসআইপি-তে বিনিয়োগ করার সময় যে বিষয়গুলো মাথায় রাখা উচিত..


SIP Investment Tips: মুদ্রাস্ফীতির হারের উপর নজর রাখুন মিউচুয়াল ফান্ডে কোথাও বিনিয়োগ করার আগে মূদ্রাস্ফীতির হারের (Inflation Rate) ওপর নজর দিন। এসআইপিতে বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই বর্তমান ও ভবিষ্যতের মুদ্রাস্ফীতির হার গণনা (Inflation Rate Calculation) করতে হবে। আপনি যদি মূল্যবৃদ্ধির বিষয়ে আগাম আঁচ না করে বিনিয়োগ করেন, তবে খুব একটা লাভের মুখ দেখবেন না।


Mutual Fund Investment: বিনিয়োগ করার আগে পরিকল্পনা করুন বাজারে ইক্যুইটি ফান্ড, ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ড ইত্যাদির মতো অনেকগুলি মিউচুয়াল ফান্ডের বিকল্প রয়েছে। তবে সেই ক্ষেত্রেও বিনিয়োগের আগে সবকিছু সম্পর্কে সঠিক তথ্য নেওয়া খুবই জরুরি। আপনার বিনিয়োগের সম্ভাবনা, প্রত্যাশিত রিটার্ন ও বিনিয়োগের সময় এই সব বিষয়গুলি হিসেব করার পরেই বিনিয়োগের বিকল্পটি বাছুন। আপনি যদি কম ঝুঁকিপূর্ণ ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে ডেট ফান্ডে আপনার অর্থ বিনিয়োগ করুন। বেশি ঝুঁকি নিতে পারলে হাইব্রিড ফান্ড বেছে নিতে পারেন।


SIP Investment Tips: এক বিকল্পে সব বিনিয়োগ করবেন না বিনিয়োগ করার সময় সব লগ্নি এক জায়গায় রাখবেন না। পরিবর্তে আপনার অনেকগুলি বিকল্প (মিউচুয়াল ফান্ড বিকল্প) বেছে নেওয়া উচিত। এরফলে বিনিয়োগের ঝুঁকি কমবে। তবে বহু তহবিলে বিনিয়োগ করলে আদতে লাভের লাভ কিছুই হবে না। উল্টে আপনার রিটার্ন কমবে।


বিনিয়োগের সময় ও রিটার্ন দেখে নিন
মিউচুয়াল ফান্ডে SIP-তে বিনিয়োগ করার আগে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ সেটা বুঝে নিন। তবেই আপনি রিটার্ন সম্পর্কে একটা ধারণা পাবেন। এর মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ লক্ষ্য পূরণ করতে পারবেন।