নাগপুর:  নাগপুরের মিহানে পতঞ্জলির ফুড অ্যান্ড হার্বাল পার্ক উদ্বোধনের পরে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ী জানান যে এই পতঞ্জলির (Nagpur News) উদ্যোগ বিদর্ভ অঞ্চলের কৃষকদের আত্মহত্যার অতীত ইতিহাসের ছবি সম্পূর্ণ বদলে দেবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে (Patanjali Food Park) উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, পতঞ্জলির সহ প্রতিষ্ঠাতা বাবা রামদেব এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ।


এদিন সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ী জানান, নতুন এই ফুড পার্ক বিদর্ভের কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। স্বস্তি আনবে সেই কৃষকদের জীবনে। এই অঞ্চলে অতীতে কৃষিক্ষেত্রে দুর্দশার কারণে বহু কৃষকের অপমৃত্যু ঘটেছে।


কমলালেবু চাষিদের সহায়তা এবং রফতানির প্রতিবন্ধকতা দূর হবে


নীতীন গড়কড়ী বিদর্ভ অঞ্চলের কমলালেবুর মান এবং উৎপাদন উন্নত করার জন্য যে প্রয়াস করেছে পতঞ্জলি তা কৃষকদের আরও ভাল দাম পেতে সহায়তা করবে। তিনি জানান যে এই অঞ্চল থেকেই কমলালেবু বাংলাদেশে রফতানি করা হয় এবং বাংলাদেশ সরকার কর্তৃক ৮৫ শতাংশ শুল্ক আরোপের ফলে লজিস্টিক খরচ অনেকাংশেই বেড়ে গিয়েছে। বিদর্ভের কৃষকদের জন্য রফতানির এই বাধা কাটিয়ে আরও চলমান প্রচেষ্টায় জোর দিয়ে নীতীন গড়কড়ী বলেন, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, তখন তিনি শুল্ক হার কমাতে রাজি ছিলেন। তবে শর্ত ছিল যে আমাদেরও শুল্ক হার কমাতে হবে।'


সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ওয়ার্ধায় একটি শুষ্ক বন্দরে নতুনভাবে রফতানি শুরুর পরিকল্পনা করছেন। আর এর মাধ্যমেই সরাসরি বাংলার হলদিয়াতে কমলালেবু পাঠানো যাবে আর সেখান থেকেই তা চলে যাবে বাংলাদেশে। স্থানীয় কৃষকদের খরচ অনেকাংশেই কমে যাবে। এই উদ্যোগের তাৎপর্যের উপর জোর দিয়ে নীতীন গডকড়ী বলেন যে বিদর্ভের কৃষকরা দীর্ঘদিন ধরেই অবহেলিত। এই ফুড পার্ক এবং অন্যান্য উদ্যোগ কৃষকদের আত্মহত্যার করুণ চিত্রটি বদলে দেবে এই আশা করি।'


কৃষকদের জন্য আশীর্বাদ: দেবেন্দ্র ফড়নবীশ


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও নীতীন গডকড়ীর কথায় সম্মতি জানিয়ে এদিন বলেন যে পতঞ্জলির এই নয়া খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এই ফুড পার্ক কমলালেবু চাষিদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। দেবেন্দ্র ফড়নবীশ এও জানান যে শুধু কমলালেবুই নয়, আরও অন্যান্য ফলের প্রক্রিয়াকরণ হবে এই ইউনিটে। এতে ফল কম পচবে এবং কৃষক বাজারে ভাল দাম পাবেন।


আরও পড়ুন: Patanjali Food : পতঞ্জলি দিল কৃষকদের সুখবর, জুস প্ল্যান্টে কেজি প্রতি কমলায় ২২ টাকা চাষির