নয়া দিল্লি: কোম্পানির অফিশিয়াল সাইটে দেখা গিয়েছে আগেই। অটো ব্লগাররা বলছেন, অক্টোবরেই ভারতীয় বাজারে আসতে চলেছে Mahindra XUV700। তবে তার আগেই বড়সড় ধামাকা করতে পারে মহিন্দ্রা। বাজারে আসতে পারে দেশে তৈরি জনপ্রিয় মডেল বোলেরো।
সম্প্রতি বেশ কয়েকটি সাইটে গাড়ির গোপন ছবি প্রকাশ পেয়েছে। সেগুলি কোম্পানির রিয়েল মডেল কি না তা নিশ্চিত নয় অনেকেই। তবে ছবি দেখে মনে করা হচ্ছে, বোলেরো ক্যাটেগরির কোনও গাড়ি আনছে মহিন্দ্রা। যাতে আগের বক্সি ডিজাইনের সঙ্গে থাকতে পারে অত্যাধুনিক ফিচার। তবে সাইজ থাকবে আগের মতোই। নতুবা স্করপিওর সেগমেন্টে পড়ে যাবে বোলেরো।
শোনা যাচ্ছে, সাধারণ রং ছেডে় এবার লাল রঙে আসতে পারে বোলেরোর নতুন মডেল। সঙ্গে ডুয়েল ডোন কালার পেন্টের অপশন থাকবে নতুন মডেলে। তবে এরই সঙ্গে সামনের গ্রিল ও বনেটে সিলভার কালার থাকতে পারে নতুন বোলেরোতে। অটো সাইটগুলোর মতে, হেডল্যাম্পের ডিজাইন বদলাতে চলেছে মহিন্দ্রা। থাকছে বডি কালারড ওআরভিএমস।
নতুন লুকের সঙ্গে সঙ্গে নতুন ইঞ্জিনও বোলেরোতে দিতে পারে মহিন্দ্রা। বিএস-৬ ১.৫ লিটারের এম-হক ডিজেল ইঞ্জিন আসতে পারে নতুন মডেলে। নতুন গাড়িতে সর্বোচ্চ ৭৫ বিএইচপি-র পাশাপাশি ২১০ নিউটন মিটারের টর্ক জেনারেট করবে এই ইঞ্জিন। প্রথম থেকেই ফাইফ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে গাড়িতে।
গাড়ির বাজার বলছে, দেশে মহিন্দ্রার সবথেকে বেশি বিক্রি বোলেরোর। বর্তমানে ৮.৪০ লক্ষ টাকা থকে শুরু এই গাড়ি। গাড়ির সেরা মডেলের দাম ৯.৩৯ লক্ষ টাকা। যদিও শোনা যাচ্ছে, নতুন মডেলের দাম ৮.৫০ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। এ সবই গাড়ির এক্স শোরুম প্রাইস। অটো ব্লগারদের মতে, চলতি বছরেই বড় পরিকল্পনা রয়েছে মহিন্দ্রার। কোভিড পরিস্থিতির মধ্যে প্ল্যান চেঞ্জ করতে পারে কোম্পানি। যদিও সূত্র্রের খবর, ২০২১-এর মধ্যেই বোলেরো, স্করপিও, XUV700 মডেল আনবে কোম্পানি। সঙ্গে বোলেরো নিও আনতে পারেন আনন্দ মহিন্দ্রা। কিছু ইলেকট্রনিক গাড়িও চলতি বছরেই বাজারে নামাতে পারে কোম্পানি।