MG Hector Facelift: অনেকদিন ধরেই গাড়ির ফেসলিফ্ট নিয়ে জল্পনা চলছিল। এবার হেক্টরের ফেসলিফ্টের চেহারা সামনে আনল এমজি মোটরস। সামনে ডায়মন্ড কাট বড় গ্রিল দিয়েছে কোম্পানি। যা এই এসইউভিকে প্রতিযোগীদের থেকে একেবারে আলাদা করে। 


2022 MG Hector: কী নতুন দেওয়া হচ্ছে গাড়িতে ?
নতুন হেক্টরে সামনের গ্রিল বদলে দিতেই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে গাড়ি। একটি নতুন চেহারা পেয়েছে হেক্টর। তবে গাড়িতে আগের DRL সেট-আপ বজায় রাখার সময় নতুন গ্রিলটি অনেক বড় জাল প্যাটার্ন দিয়ে মুখের অংশ ঢেকে দেওয়া হয়েছে। একটি নতুন স্কিড প্লেটের মতো দেখতে ডিআরএলগুলি উপরে দিয়েছে কোম্পানি। সেখানে হেডল্যাম্পগুলি নিচে রাখা হয়েছে৷ 


MG Hector Fecelift: আগের থেকে কতটা বেড়েছে আকর্ষণ ?
আগের হেক্টরের তুলনায় বড় গ্রিলে এখন আরও আক্রমনাত্মক দেখায় গাড়ি। নতুন হেক্টরে নয়া অ্যালয় হুইল দিয়েছে কোম্পানি। সেখানে টেল-ল্যাম্পে সংশোধিত সেট আপ করা হয়েছে। পিছনের দিকেও গাড়ির নকশায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। MG আগে জানিয়েছিল, Hector বছরের শেষের দিকে একটি বড় নতুন ১৪ ইঞ্চি পোর্ট্রেট-ভিত্তিক টাচস্ক্রিন সহ লঞ্চ করা হবে। যা প্রতিদ্বন্দ্বীদের থেকে বড় হবে। 


2022 MG Hector: কী পাবে নতুন হেক্টর ?
প্যানোরামিক সানরুফ, কানেক্টেড কার টেকনোলজি একটি 360-ডিগ্রি ভিউ ক্যামেরা ও আরও অনেক বৈশিষ্ট্য থাকবে গাড়িতে। ক্রেতারা এতে নতুন বৈশিষ্ট্যের মধ্যে একটি আপডেটেড ইনফোটেইনমেন্ট সিস্টেম আশা করে। নতুন Hector-এ পেট্রল ও ডিজেল ইঞ্জিনের একই সেট দেবে কোম্পানি। ইঞ্জিনের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছে অটো ব্লগাররা। 


MG Hector Fecelift: অ্যাডাস থাকছে গাড়িতে ?
হেক্টর ফেসলিফ্টের পেট্রলে একটি CVT স্বয়ংক্রিয় বিকল্প থাকবে। ডিজেলের ক্ষেত্রে কেবল ম্যানুয়াল পাবেন ক্রেতা। আমরা সামগ্রিকভাবে SUV-র গতি ও পারফরম্যান্সের দিকে কিছু পরিবর্তন আশা করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার গাড়িতে ADAS বৈশিষ্ট্যগুলির সংযোজন করা হবে। যা আমরা এখনও পর্যন্ত Astor ও Gloster-এ দেখেছি। নতুন হেক্টর লঞ্চ হবে এই বছরের শেষের দিকে। দেশের বাজারে নিজের বোল্ড লুকের জন্য ইতিমধ্য়েই নজর কেড়েছে এমজির এই মডেল। এই গাড়ি ছাড়াও এমজি গ্লস্টারেও দেশের বাজারে ভাল সাড়া পেয়েছে।


আরও পড়ুন : 2022 Hyundai Tucson SUV: দুর্দান্ত ডিজাইন-দারুণ ফিচার, এই দামে ভারতে এল হুন্ডাই টুসো