কলকাতা: আসন্ন মরসুমের জন্য বাংলা ক্রিকেট দলের অনুশীলন ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে। কোচ লক্ষ্মীরতন শুক্লের নেতৃত্বে আগেই সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল) ইন্ডোর স্টেডিয়ামে সিনিয়র দলের সদস্যদের অনুশীলন করতে দেখা গিয়েছিল। এবার সম্ভাবনাময় ক্রিকেটাররাও নেমে পড়লেন অনুশীলনে।


রমনের ক্লাস


বুধবার (১০ অগাস্ট) বাংলার নব নির্বাচিত ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমনের সঙ্গে বাংলার সম্ভাবনাময় ক্রিকেটাররা সিএবির ইন্ডোরে অনুশীলন সারলেন। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলা দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্ল, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীরাও। ব্যাটারদের সঙ্গে তাদের টেকনিকে কাজ করতে দেখা যায় রমনকে। ইতিমধ্যেই ভারতীয় ঘরোয়া মরসুমের সূচি প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। দিলীপ ট্রফির মাধ্যমে সেপ্টেম্বরে শুরু মরসুম। ডিসেম্বরে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির মরসুম। তবে সেই মরসুমের আগে বাংলা দল নামিবিয়ায় অনুশীলন সারতে যেতে চাইলেও, বিসিসিআইয়ের তরফে মেলেনি অনুমতি।




গত দুই রঞ্জি মরসুমে যথাক্রমে ফাইনাল ও সেমিফাইনালে পৌঁছেও ট্রফি আসেনি বাংলার ঘরে। এবার দলের কোচিংয়ে বেশ কিছু বদল ঘটেছে। এই বদলের জেরে বাংলার ভাগ্যও বদলায় কি না এখন সেটাই দেখার। তবে মরসুম শুরুর আগেই বাংলা দল জোড়া ধাক্কা খেয়েছে। ঋদ্ধিমান সাহা আগেই বাংলা ছেড়ে সই করেছিলেন ত্রিপুরার হয়ে। তিনি এবার ত্রিপুরার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলবেন। ঋদ্ধিমানের দেখানো পথেই সদ্য ত্রিপুরার হয়ে সই করেছেন সুদীপ চট্টোপাধ্যায়ও।


বাংলা ছাড়লেন সুদীপ


আগরতলায় গিয়ে ত্রিপুরা ক্রিকেট দলে সইপর্ব সেরে ফিরেছেন। আজ, বুধবার সিএবি-তে গিয়ে আনুষ্ঠানিকভাবে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নিতে যাওয়ার কথা সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee)। তাঁকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন সিএবির শীর্ষকর্তারা। পাশাপাশি সুদীপ ভবিষ্যতে বাংলায় ফিরবেন বলেও আশা প্রকাশ করছে সিএবির একাংশ।   


সুদীপ বলছেন, 'ত্রিপুরার হয়ে সব রকম ফর্ম্যাটে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাব। ঋদ্ধিদার (ঋদ্ধিমান সাহা) সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এনওসি নিতে বুধবার সিএবিতে যাব।' সিএবি-র শীর্ষস্থানীয় এক কর্তা এবিপি লাইভকে বললেন, 'সুদীপ ওখানে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন বলে মনে করছেন। তবে কোনও তিক্ততা নিয়ে বাংলা ছাড়ছে না। আমরা ওকে এনওসি দিয়ে দেব। সুদীপ জানিয়েছেন, আপাতত এক বছর ত্রিপুরায় খেলেবেন। তারপর ফের বাংলায় ফিরে আসবেন বলেই আশাবাদী আমরা।'


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধেই শততম টি-টোয়েন্টি খেলতে নামবেন কোহলি, প্রহর গুনছেন অনুরাগীরা