New Audi Q7 launch: নতুন Q5-এর দারুণ সাড়া পাওয়ার পর এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে New Audi Q7। দুর্দান্ত পাওয়ারের সঙ্গে বিলাসবহুল এই গাড়িতে থাকছে সাম্প্রতিক পিমিয়াম ফিচার।
New Audi Q7: কী থাকছে নতুন গাড়িতে ?
লঞ্চের আগেই গাড়ির স্পেসিফিকেশন সবার সামনে তুলে ধরেছে কোম্পানি। ৫ লক্ষ টাকা দিলেই বুক করা যাবে এই গাড়ি। নতুন গাড়িতে থাকছে শক্তিশালী 3.0L V6 TFSI পেট্র্ল ইঞ্জিন। জার্মান অটেটোমেকার জানিয়েছে , এই ইঞ্জিন 340 hp, 500 Nm তৈরি করবে। অডি ড্রাইভ সিলেক্ট, কোয়াত্রো অল-হুইল ড্রাইভ ও অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন রয়েছে গাড়িতে। আগের Q7-এ ছিল ডিজেল ইঞ্জিন। এবার যেখানে V6 পেট্রল ইঞ্জিন দিয়েছে কোম্পানি। যা এই সেগমেন্টে অন্যান্যদের থেকে অনেক বেশি শক্তিশালী করেছে গাড়িকে।
New Audi Q7: কোন-কোন ফিচার গাড়িতে ?
প্রযুক্তির দিকে যদি দেখেন এতে রয়েছে ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্পস।এ ছাড়াও পাবেন লেন ডিপার্চার সতর্কতা, 360 ডিগ্রি ক্যামেরা সহ পার্ক অ্যাসিস্ট প্লাস ইত্যাদি। একটি বিলাসবহুল SUV ছাড়াও অডির মতো গাড়িতে পাবেন ভার্চুয়াল ককপিট, B&O প্রিমিয়াম 3D সাউন্ড সিস্টেম, 4-জোন এয়ার কন্ডিশনার,৩০ রঙের সাথে কনট্যুর অ্যাম্বিয়েন্ট লাইটিং, এয়ার আয়োনাইজার ও অ্যারোমাটাইজেশন ইত্যাদি। নতুন অডি Q7 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – প্রিমিয়াম প্লাস ও টেকনোলজি।
New Audi Q7 launch: ভারতে বহু লঞ্চের পর বেড়েছে অডির গাড়ি বিক্রি। ভারতে গাড়ির বিক্রয় বৃদ্ধি পেয়েছ। মোট বিক্রয় 3,293 খুচরা ইউনিট- এর জন্য বিক্রয়ের 101% বৃদ্ধি হয়েছে 2021 সালে। নতুন Q7 ভারতে অ্যাসেম্বল হবে। এর অর্থ আরও আক্রমনাত্মক হবে গাড়ির দাম। Q7 কে Q5 এর উপরে রাখবে কোম্পানি। Q8 এর নিচে এটি একটি ফ্ল্যাগশিপ প্রিমিয়াম SUV। আমরা আপনাদের জন্য নতুন Q7 এর একটি বিশদ পর্যালোচনা নিয়ে আসব।