নয়াদিল্লি: ২০ হাজারের সেগমেন্টে ফ্ল্যাগশিপ ফিচার দিতে এবার নতুন মডেল লঞ্চ করল স্যামসাং (Samsung Galaxy M32 5G)। ৫ জি ফোনে দেওয়া হয়েছে চারটে ক্যামেরা ছাড়াও ৫০০০ এমএএইচের ব্যাটারি। ১৮,৯৯৯টাকায় পাওয়া যাবে এই ফোন।
স্যামসাং গ্যালাক্সি M32 5G-এর দাম(Samsung Galaxy M32 5G price in India)
আগামী ২ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে স্যামসাঙের এই নতুন ফোন। দুপুর ১টা থেকে অ্যামাজনে শুরু হবে বিক্রি। নতুন মডেলের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯টাকা। ৬জিবি ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে এই ভ্যারিয়েন্ট। তবে ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আনেনি কোম্পানি। অ্যামাজন ছাড়াও স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোরে পাওয়া যাবে কোম্পানির নতুন ফোন। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ছাড় দেবে কোম্পানি।
স্যামসাং গ্যালাক্সি M32 5G-এর ফিচার (Samsung Galaxy M32 5G specifications,features)
Samsung Galaxy M32 5G ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে।৬০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হয়েছে প্যানেলে। দ্রুত প্রসেসিংয়ের জন্য নতুন মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ চিপসেট। ফোনে সর্বোচ্চ ৮ জিবি ১২৮জিবি ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনে ফ্ল্যাট সারফেসের পরিবর্তে কার্ভ এজ দিয়েছে কোম্পানি। যা বদলে দিয়েছে ফোনের 'ডিজাইন ল্যাঙ্গেয়েজ'। পলি কার্বোনেটের ব্যাক দেওয়ায় অনেকটাই কমানো গেছে ফোনের ওজন। ৫০০০-এর ব্যাটারি থাকার ফলেও ওয়েট ব্যালেন্সে জোর দিয়েছে কোম্পানি।
কেমন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে ?(Samsung Galaxy M32 5G Camera)
ফোনে প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের। আল্ট্রা ওয়াইড মোডের জন্য ৮ মেগাপিক্সেলের সেন্সর ছাড়াও থাকছে ৫ মেগার ম্যাক্রো লেন্স। বাকি ডেপথ সেন্সিংয়ের জন্য দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের শ্যুটার। সেলফি মোডের জন্য ওয়াটার ড্রপ নচের মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। 'অসাম ব্ল্যাক' ছাড়াও 'অসাম ব্লু' রঙে পাওয়া যাবে স্যামসাঙের নতুন ফোন। ফোনে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং।