Note 11 Pro Series: ১৫ মিনিটে হবে সারাদিনের চার্জ ! জেনে নিন কী আছে রেডমি নোট ১১-এ

Redmi Note 11 Pro Series-এ শক্তিশালী চার্জিং প্রযুক্তির ধারা বজায় রাখতে চলেছে কোম্পানি। শাওমির লক্ষ্য সেরার থেকে সেরা ফোন তৈরি।সেই লক্ষ্য সামনে রেখেই Redmi Note 11 Pro Series নিয়ে আসছে কোম্পানি। 

Continues below advertisement

Note 11 Pro Series: দ্রুত চার্জিং প্রযুক্তির ফ্ল্যাগ বেয়ারার হিসেবে সবসময় উঠে এসেছে শাওমির নাম। কিছুদিন আগেও Xiaomi 11i ফোন ছিল এই প্রযুক্তির জ্বলন্ত উদাহরণ। এবার Redmi Note 11 Pro Series-এ সেই শক্তিশালী চার্জিং প্রযুক্তির ধারা বজায় রাখতে চলেছে কোম্পানি। শাওমির লক্ষ্য সেরার থেকে সেরা ফোন তৈরি। সেই লক্ষ্য সামনে রেখেই Redmi 
Note 11 Pro Series নিয়ে আসছে কোম্পানি। 

Continues below advertisement

বরাবরই বাস্তবসম্মত দামে সেরা বৈশিষ্টের স্মার্টফোন দিয়ে থাকে রেডমি। এবার কোম্পানির নতুন ফোনে ৬৭ ওয়াটের টার্বো চার্জার দিয়েছে রেডমি। যা এই ধরনের ফোনের বিভাগে দ্রুত চার্জিং প্রযুক্তির মধ্যে সেরা। আশা করা হচ্ছে, স্মার্টফোনের প্রতিটি বিভাগেই দারুণ ফল করবে Redmi Note 11 Pro।

এতে রয়েছে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন-সহ উজ্জ্বল রং। ইন্ডাস্ট্রির মান অনুযায়ী, ফোনে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। যা এই ধরনের ফোনের বিভাগে ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য হিসাবেই ধরা হবে। সবথেকে বড় বিষয়, এই ইমেজ সেন্সর সীমিত মূল্যের ফোনের মধ্যেও দিচ্ছে কোম্পানি। সঙ্গে থাকছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। ফোনের ডিসপ্লেতে কোনও ধরনের ইনপুট বা অ্যানিমেশন ল্যাগ অনুভূত হবে না। ডিসপ্লে দেখেই আপনার স্মুথ ও সুপার ফাস্ট মনে হবে। 


রিডিং মোড ৩.০-র সাথে ১২০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা পাওয়া যাবে ফোনে। এমনকী সরাসরি সূর্যালোকে ডিসপ্লেতে কোনও কিছু পড়তে সমস্যা হবে না।এই ধরনের উন্নত বৈশিষ্ট্য ছাড়াও Redmi Note 11 Pro সিরিজে রয়েছে ১৫ মিনিটে সারাদিনের চার্জিংয়ের শক্তি। যা সত্যিই ফোনটিকে কমপ্লিট প্যাকেজ ছাড়াও সেরা ফোন করে তোলে।

প্রতিযোগিতার কথা মাথায় রেখে রেডমি এখন নিজের প্রোডাক্টের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে চলেছে। পাশাপাশি আরও কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। রেডমি নোট প্রো সিরিজের মাধ্যমে আপনি মাত্র ১৫ মিনিটের মধ্যে ফোনকে পুরো দিনের জন্য চার্জ করে নিতে পারবেন। সর্বশেষে, রেডমি নোট সিরিজ এখন নতুন মানদণ্ড তৈরির জন্য প্রস্তুত। ভারতের প্রিয় স্মার্ট ফোন ব্র্যান্ড সিরিজের ধারা বজায় রাখতে তৈরি কোম্পানি।

Continues below advertisement
Sponsored Links by Taboola