2022 Mahindra Scorpio N: আর কিছু সময়ের মধ্যেই লঞ্চ হতে চলেছে নতুন স্করপিও।কোম্পানির দাবি, এসইউভির বিভাগে সবথেকে বড় গাড়ি হতে চলেছে ২০২২ সালের মহিন্দ্রা স্করপিও।  লঞ্চের আগেই জেনে নিন, গাড়ির দৈর্ঘ্য, প্রস্থ ছাড়াও আরও সব বৈশিষ্ট্য।


2022 Mahindra Scorpio N: ইতিমধ্যেই গাড়ির নতুন একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ২০২২ স্করপিওর চিফ ডিজাইনার প্রতাপ বোস। যাতে তিনি দাবি করেছেন, এই গাড়ি সেগমেন্টে সবথেকে বড় ও বেশি জায়গা নিয়ে আসবে। মনে রাখতে হবে, মহিন্দ্রা xuv700 টিমেরও মাথা ছিলেন এই প্রতাপ বোস। তিনিই প্রথম মহিন্দ্রার এসইভির লোগো পরিবর্তন করেন। নতুন স্করপিওতেও পাওয়া যাবে এই মহিন্দ্রার বাটারফ্লাই লোগো। যা ক্রেতাদের নজর কাড়তে অনেকটাই সাহায্য করে। মহিন্দ্রার আগে টাটা মোটরসে ছিলেন প্রতাপ বোস। 


Mahindra Scorpio N:  প্রতিযোগীদের থেকে অনেকটাই বড় গাড়ি ?
নতুন Scorpio N-কে দেশের বাজারে সবথেকে বড় গাড়ি বলে দাবি করছে মহিন্দ্রা। নতুন Scorpio N বর্তমান স্করপিওর থেকে বেশি দীর্ঘ ও চওড়া। যার সঙ্গে পাবেন 2,750 এমএম-এর লম্বা হুইলবেস। এই বড় হুইলবেসের কারণে গাড়ির ভিতরের জায়গা আরও বড় হয়ে ওঠে। অবাক মতো বিষয় হল, নতুন স্করপিও N এর দৈর্ঘ্য 4,662 এমএম। যার অর্থ, এটি অন্যান্য 7 টি আসনের তিন সারির SUV-র থেকে অনেকটাই বড়। 


2022 Mahindra Scorpio N:  পুরোনোকে টেক্কা দেবে নতুন
প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনা করা হলে, নতুন স্করপিও এন তার বিভাগে অনেকটাই এগিয়ে থাকবে। প্রকৃতপক্ষে প্লাস 4 মিটারের এসইউভির দিকে তাকালে এটি অনেকটাই বড়। 1917 এমএম প্রস্থের বর্তমান স্করপিওর থেকে এটি 100 এমএম চাওড়া। 


Mahindra Scorpio N: ইঞ্জিনে বড় পরিবর্তন ?
নতুন Scorpio N একটি 2.0l টার্বো পেট্রোল ও একটি 2.2l ডিজেল নিয়ে আসবে। যার মধ্যে 6-স্পিড অটোমেটিক অথবা 6-স্পিড ম্যানুয়াল থাকবে। বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে, আমরা গাড়িতে নতুন প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি আশা করি। যেমন ডুয়োল ক্লাইমেট কন্ট্রোল, ইউএসবি সি পোর্ট, ক্রুজ কন্ট্রোল ও আরও অনেক কিছু। নতুন XUV700-এর মতো নতুন Scorpio N AdrenoX ইনফোটেইনমেন্ট সিস্টেম ও একটি বড় টাচস্ক্রিন দেওয়া হয়েছে।


আরও পড়ুন : BMW i4 eDrive40 EV: দেশে এক চার্জে সবথেকে বেশি রেঞ্জ ! রেকর্ড গড়ছে এই গাড়ি