নয়াদিল্লি: ভারতের গাড়ি বাজারে অন্যতম জনপ্রিয় নাম মাহিন্দ্রা (Mahindra)। বিশেষ করে বড় গাড়ি বা এসইউভি (SUV)-র জন্য অনেকে ক্রেতাই পছন্দ করে থাকেন এই ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটিকে। ক্রেতার পছন্দ মেনেই প্রতিবছরই একটি করে বড় গাড়ি লঞ্চ করে মাহিন্দ্রা। আর প্রত্যেকটির জন্যই মুখিয়ে থাকেন ক্রেতারা। 


প্রথমে ছিল থর (Thar), তারপর XUV700- আর এখন বাজারে আসতে চলেছে মাহিন্দ্রার তুরুপের তাস নতুন স্করপিও (Mahindra Scorpio), তবে নতুন স্করপিও একটি বিশেষ কোডনেম পেয়েছে। সেই নাম Z101. নতুন স্করপিওর লুক ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। এখনও পর্যন্ত তা নিয়ে বিশেষ কিছু খোলসা করেনি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তবে কয়েকটি টিজার প্রকাশ করা হয়েছে। সবচেয়ে নতুন যে টিজার (Teaser) তাতে একঝলক দেখা যাচ্ছে নয়া অবতারের লুকস। মাহিন্দ্রার অত্যন্ত জনপ্রিয় গাড়ির মডেলগুলির মধ্যে একটি স্করপিও। ভারতে বিপুল পরিমাণ বাজার ধরেছিল ওই গাড়িটি। এবার সেটাকেই নতুন করে সামনে আনছে মাহিন্দ্রা। 


নতুন অনেককিছু:
এটা নতুন প্রজন্মের স্করপিও (Scorpio)। নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে Z101. ইঞ্জিনও (Engine) একেবারে নতুন। বাইরের ডিজাইন থেকে অন্দরসজ্জা সবেতেই এসেছে নতুনত্বের ছোঁয়া। নতুন স্করপিওতে নতুন ধরনের গ্রিল (Grill) এসেছে। তার সঙ্গেই গাড়িতে থাকবে নতুন লোগো। আগের মডেলের স্করপিওর তুলনায় ডিজাইনে অনেকটাই বদল আসছে নতুন মডেলে। তবে পুরনোর স্করপিওর কিছু কিছু বেসিক ডিজাইন রেখে দেওয়া হচ্ছে।  নতুন মডেলে আসছে DRL, লম্বালম্বি ভাবে রয়েছে টেইল ল্যাম্প (Tail Lamp). আগের মডেলের তুলনায় আয়তনও বাড়ছে নতুন  Z101-এর। ডিজাইন থেকে ফিচার সবদিক থেকেই নতুন স্করপিওকে  ঢেলে সাজাতে কার্পণ্য় করছে না মাহিন্দ্রা। 


শক্তিশালী ইঞ্জিন:
থর এবং XUV700-এর ইঞ্জিনই থাকবে নতুন  Mahindra Scorpio (Z101)-এ। থরের ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের মতোই থাকবে শুরুর দিকে ভ্যারিয়েন্টে। উপরের দিকে ভ্যারিয়েন্টে আরও শক্তিশালী ইঞ্জিন থাকবে। এছাড়া থর এবং XUV700-এর মতোই ২ লিটারের টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টও থাকবে।




গিয়ারে নজর:
ম্যানুয়াল এবং অটোমেটিক-দুই ধরনের গিয়ারবক্স (Gearbox) রাখা হচ্ছে অপশনে। এর সঙ্গে 4x2 এবং  4x4- দুই ধরনের ড্রাইভ অপশনই থাকছে। নতুন স্করপিওতে থাকছে বড় টাচস্ক্রিন (Touchscreen), দুর্দান্ত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও আরও একাধিক আধুনিক ফিচার থাকবে এই মডেলে। কী কী? তা ক্রমশ প্রকাশ্য।


আরও পড়ুন: ভারতে এল টয়োটোর নতুন ফরচুনার, কোথায় আলাদা এই গাড়ি ?