New Maruti Baleno: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। অটো সাইটগুলোর খবর সত্যি হলে চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ্যে আসবে নতুন মারুতি বালেনা ফেসলিফ্ট। জেনে নিন নতুন কী পাবেন এই হ্যাচব্যাকে।
Maruti Baleno facelift: নতুন Maruti Baleno-তে পাবেন হেডস আপ ডিসপ্লে ছাড়াও স্টার্ট/স্টপ বটন। এবার নতুন পেট্রল ইঞ্জিনও পেতে পারেন এই হ্যাচব্যাকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গাড়ির বুকিং। এই মাসের শেষের দিকে গাড়ির লঞ্চ। আমরা আশা করছি, নতুন Baleno ২৩ ফেব্রুয়ারি লঞ্চ হবে ।
New Maruti Baleno: ভিতরে দেখতে কেমন ?
নতুন Baleno-তে বড় গ্রিল, নতুন হেডল্যাম্প ছাড়াও পাবেন নয়া অ্যালয় হুইল। যা গাড়ির আগের ডিজাইনকে আরও আকর্ষনীয় করে তুলেছে। পিছনের স্টাইলিংয়েও পরিবর্তন করেছে কোম্পানি। Nexa ডিলারশিপের মাধ্যমেই বিক্রি হবে এই গাড়ি। নতুন Baleno-তে পাবেন একটি বড় টাচস্ক্রিন, হেডস আপ ডিসপ্লের মতো নতুন বৈশিষ্ট্য। বদলে গিয়েছে গাড়ির ইন্টিরিয়রও। HUD স্পিডোমিটার, ক্লাইমেট কন্ট্রোল দেওয়া হয়েছে এই হ্যাচে। যা বেশিরভাগ বিলাসবহুল গাড়িতেই দেখা যায়।
Maruti Baleno facelift: নতুন ইঞ্জিন বালেনোতে ?
কোম্পানির দাবি, 'সেগমেন্ট ফার্স্ট ফিচার' হিসেবে এবার অনেক কিছুই দেখা যাবে ফেসলিফটেড বালেনোতে। ইনফোটেইনমেন্ট সিস্টেমটি ওয়্যারলেস স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করা যাবে, ৬টি এয়ারব্যাগ, রেয়ার ভিউ ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল ও আরও অনেক কিছু পাওয়া যাবে গাড়িতে। 1.2l পেট্রোল স্টার্ট/স্টপ ফাংশন সহ মাইল্ড হাইব্রিড ফিচার থাকবে গাড়িতে। এছাড়াও অন্য স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে AMT গিয়ারবক্সের সঙ্গে 1.2l পেট্রল ইঞ্জিন দেওয়া থাকবে। বর্তমান বালেনোয় যেখানে কেবল CVT অপশন পাওয়া যেত।একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে সব
ভ্যারিয়েন্টেই।
নতুন Baleno-র অন্যতম আকর্ষণ হতে পারে এর সুরক্ষা ফিচার। যেখানে ৬টি এয়ারব্যাগ দেওয়ার কথা বলেছে কোম্পানি। অটো ব্লগারদের মতে, এই প্রিমিয়াম হ্যাচব্যাক বাজারে এলে কড়া প্রতিযোগিতার মুখে পড়বে বাকিরা। আমরা শীঘ্রই নতুন Baleno ড্রাইভ করব। তাই এই নতুন প্রিমিয়াম হ্যাচব্যাকের পর্যালোচনার জন্য সঙ্গে থাকুন।