শ্রীরামপুর : পুরভোটে প্রার্থী নিয়ে দাবি-দাওয়া অব্যাহত। বৈদ্যবাটিতে (Baidyabati) বিধায়ককে প্রার্থী করার দাবিতে শ্রীরামপুরের নগার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন তৃণমূল কর্মীরা। চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কাজ হয়েছে। ফের তাঁকে প্রার্থী চেয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও তিনদিন আগে তৃণমূল বিধায়ক নিজেই জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন।
এদিকে পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের আঁচ খড়দাতেও। খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ করা হয়। খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল হন দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। প্রথমে পুলিশের হস্তক্ষেপে মিনিট পনেরো পরে অবরোধ উঠলেও, পরে টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে শুরু হয় অবরোধ। পরে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন ; প্রার্থী নিয়ে ক্ষোভের আবহে কী বললেন পার্থ ?
এই আবহে ‘সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত’ বলে আজ জানিয়ে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একই দিনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, 'প্রার্থী তালিকা নিয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়'।
পার্থ আরও জানান, "প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী (Subrata Bakshi)। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। মমতার উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই দলের পাশে দাঁড়ান। গতবারের থেকেও বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে।"
প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভ। কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, তো কোথাও প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ, কোথাও আবার দল পরিবর্তনের হিড়িক পড়তে দেখা গেছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব মেদিনীপুর- রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে ক্ষোভের আঁচ।
Education Loan Information:
Calculate Education Loan EMI