New Maruti hatchbacks: অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ভারতের বাজারে আসছে নতুন অল্টো (New Maruti Alto)। রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথমার্ধেই দেখা যাবে Maruti Baleno facelift। জেনে নিন কী থাকছে নতুন দুই গাড়িতে।
Upcoming Maruti Cars: ২০২২-কে সামনে রেখে ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছে মারুতি সুজুকি। ছোট হ্যাচব্যাক শ্রেণিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে শীঘ্রই New Maruti Alto লঞ্চ করবে কোম্পানি। সঙ্গে নতুন বালেনো ফেসলিফ্ট দেখা যাবে বাজারে। ইতিমধ্যেই দুটো গাড়ির গোপন ছবি প্রকাশ্যে চলে এসেছে। রাস্তায় পরীক্ষার সময় দেখা গিয়েছে মারুতি-সুজুকির নতুন অল্টো।
Upcoming Maruti Baleno facelift: আমরা নতুন Baleno দিয়ে শুরু করব। এটি জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাকের ক্ষেত্রে কোম্পানির নতুন বছরে প্রথম ফেসলিফ্ট। নতুন Baleno-র সামনে ও পিছনে একেবারে নয়া স্টাইলিংয় দেখা যাবে। নতুন হেডল্যাম্প ও ডিআরএল-এর পাশাপাশি টেল-ল্যাম্পগুলি পাচ্ছে নিউ লুক।
Maruti Baleno facelift: বদলে দেওয়া হয়েছে গাড়ির বাম্পার। ইন্টিরিয়রেও করা হয়েছে পরিবর্তন। নয়া ভেন্ট সহ একটি বড় টাচস্ক্রিন দেওয়া হয়েছে গাড়িতে। গাড়ির প্রিমিয়াম লুকে দেওয়া হয়েছে ৯ ইঞ্চি টাচস্ক্রিন। সুইফটের মতো স্টিয়ারিং হুইল ডিজাইনের সাথে ডায়ালগুলোও নতুন পাবেন ক্রেতা। নতুন Baleno-তে থাকছে কানেকটেড কার টেকনোলজি, ক্লাইমেট কন্ট্রোল, অটো হেডল্যাম্প, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ ছাড়াও আরও অনেক কিছু। হাইব্রিড অপশন-সহ 1.2 লিটার পেট্রোল CVT/ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে নতুন গাড়িতে।
New Maruti Alto : চলতি বছরের সবথেকে বড় লঞ্চ হতে পারে অন্য Alto। প্রায় প্রতি বছরই 'বেস্ট সেলিং কার'-এর তকমা পায় মারুতির এই গাড়ি। নতুন অল্টো হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা গাড়িকে আগের থেকে অনেক বেশি নিরাপদ, হালকা ও 'ড্রাইভার কার' করে তুলবে। নতুন অল্টো আকারেও বড় হবে ও এতে লম্বা হুইলবেস থাকবে। বাইরের স্টাইলিংয়ে SUV-র মতো ডিজাইন পেয়েছে নতুন অল্টো। বর্তামান Alto-র সঙ্গে নতুন অল্টোর অনেক পরিবর্তন থাকবে। বিশেষ করে গাড়ি ভিতরে টাচস্ক্রিন দেখা যেতে পারে। নতুন অল্টোতে সেলেরিওর ইঞ্জিন ব্যাবহার করা হবে। থ্রি সিলিন্ডার ইউনিটের সঙ্গে যা AMT/ম্যানুয়াল ট্রান্সমিশনে পাওয়া যাবে।