LIC Update: একাধিক সমস্যার একমাত্র সমাধান হতে পারে LIC-র হোয়াটসঅ্যাপ পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের ১১টি কাজ করতে পারবেন আপনি। জেনে নিন, ঠিক কীভাবে নিতে পারবেন এলআইসি-র হোয়াটসঅ্যাপ পরিষেবা।


WhatsApp On LIC: সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে দেশে। ডিজিটালাইজেশনের যুগে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার দ্রুত বেড়েছে। এই পরিস্থিতিতে সব প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে গ্রাহকদের জুড়তে চাইছে বিভিন্ন সংস্থা। বর্তমানে গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে সর্বাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করছে LIC।  আপনি যদি ভারতের জীবন বিমা কর্পোরেশনের পলিসি হোল্ডার হন, তবে আপনি LIC-এর হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করে অনেক সুবিধার সুবিধা নিতে পারেন।


LIC Update: সম্প্রতি এলআইসি হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে,যেখানে আপনি বাড়িতে বসে পলিসি সম্পর্কিত তথ্যের পাশাপাশি প্রিমিয়াম পেমেন্টের শেষ তারিখ সহ অনেক সুবিধা পাবেন। আপনি যদি এই সব সুবিধা নিতে চান তবে আপনাকে LIC-র হোয়াটসঅ্যাপ পরিষেবার জন্য নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। কেবল অনলাইন রেজিস্ট্রেশনের পরেই ব্যবহারকারীরা LIC-এর হোয়াটসঅ্যাপের সুবিধা নিতে পারবেন। 


LIC গ্রাহক কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন ?
আপনি যদি LIC-র পলিসি হোল্ডার হন, তাহলে প্রথমে LIC-র অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in -এ ক্লিক করুন। এর পর আপনাকে New User অপশনটি নির্বাচন করতে হবে। এর পর আপনার User ID ও Password লিখুন ও জমা দিন। এর পরে বেসিক পরিষেবাগুলিতে যান ও আপনার পলিসির বিবরণ যুক্ত করুন। এর পরে আপনার নীতির বিবরণ এখানে যোগ করা হবে।


কীভাবে LIC WhatsApp ব্যবহার করবেন
এর জন্য প্রথমে আপনার মোবাইলে LIC-এর হোয়াটসঅ্যাপ নম্বর 8976862090 সেভ করুন।
এর পর এই নম্বরে hi পাঠান।
এইপর্বে আপনি কেবল হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলআইসির অনেক পরিষেবার সুবিধা পেতে পারেন।


এই পরিষেবাগুলির সুবিধা
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসেই আপনি LIC-এর ১১টি পরিষেবার সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম বকেয়া ট্র্যাকিং, বোনাস তথ্য, পলিসি স্ট্যাটাস, ঋণ পরিশোধের বিষয়, ঋণের সুদ দেওয়ার বিষয়, প্রিমিয়াম দেওয়ার শংসাপত্র, ইউনিটের ইউলিপ-স্টেটমেন্ট, এলআইসি সার্ভিস লিঙ্ক, অপ্ট ইন/অপ্ট আউট পরিষেবা, হোয়াটসঅ্যাপে কথোপকথনের সুবিধা পাবেন এখানে। তাই দেরি না করে এই সুবিধা নিন।


SBI Update: চিন্তায় SBI! আদানি গোষ্ঠীকে ২৭,০০০ কোটি ঋণ দিয়েছে ব্যাঙ্ক