কলকাতা: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান শনিবার ৯ দিনে পড়ল। এদিন পালাগানের মাধ্যমে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। শনিবার দুপুর ১টা থেকে প্রতীকী অনশনে বসেন ৩৩টি সংগঠনের একজন করে প্রতিনিধি।
প্রতীকী অনশনে কর্মীরা: চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চলছে। অন্যদিকে, বকেয়া ডিএ মেটানোর দাবিতে পথে নেমেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান শনিবার ৯ দিনে পড়ল। সেই মঞ্চের ডাকে বুধবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালনের পর শনিবার থেকে প্রতীকী অনশন শুরু করলেন তাঁরা। শনিবার দুপুর ১টা থেকে প্রতীকী অনশনে বসেন ৩৩টি সংগঠনের একজন করে প্রতিনিধি। প্রতীকী অনশন চলবে রবিবার দুপুর ১টা পর্যন্ত।
কী জানাচ্ছেন আন্দোলনকারীরা?
এদিন এক আন্দোলনকারী জানান, "আজ দুপুর ১টা থেকে এই প্রতীকী অনশন শুরু হয়েছে। প্রতিটি সংগঠন থেকে এক জন প্রতিনিধি এই প্রতীকী অনশনে বসেছেন। আগামীকাল দুপুর ১টার পর আমরা আমাগের পরবর্তী কর্মসূচির কথা জানাব।''
কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট রায়ে উল্লেখ করে, DA সরকারি কর্মীদের অধিকার। ওই মামলাতেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
কিন্তু, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ১৫ মার্চ তার শুনানি হওয়ার কথা। এই পরিস্থিতিতে, বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Panchayat Poll 2023: 'আগামীদিনে তৃণমূলের পঞ্চায়েতের মুখ, এঁদের দেখে গর্ব হয়' কেশপুরে বললেন অভিষেক