নয়াদিল্লি : ১০ জুন ভারতের বাজারে আসার কথা চেক কোম্পানির এক্সিকিউটিভ সেডান স্কোডা অক্টাভিয়ার নয়া ভার্সন। তার আগেই গাড়ির ভিতরের লুক সামনে আনল কোম্পানি। একেবারে অফিশিয়াল টিজার লিক হল স্কোডার।
একে একে এই সেগমেন্টে গাড়ির আপগ্রেডেশন বন্ধ করেছে অন্যান্য কোম্পানিগুলি। যার জেরে এক্সিকিউটিভ সেডান সেগমেন্টে বন্ধ হয়ে গিয়েছে টয়োটা করোলা অলটিস ও হন্ডা সিভিকের মতো প্রোডাক্ট। যদিও ভারতীয় বাজারে মিডরেঞ্জ এক্সিকিউটিভ সেডান সেগমেন্টে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেক কোম্পানি স্কোডা। ১০ জুন তাদের অক্টাভিয়ার নয়া মডেল আনছে কোম্পানি। আপাতত হুন্ডাই ইলান্ট্রার সঙ্গে প্রতিয়োগিতা হবে অক্টাভিয়ার।
যদিও সূত্রের খবর, আগের মডেলের থেকে আরও দাম বাড়াতে চলেছে স্কোডা। করোনকালে যা স্বাভাবিকভাবে চিন্তা বাড়াবে কোম্পানির। অক্টাভিয়ার কেবিনের ছবি বলছে, আগের থেকে অনেক বেশি চটক রয়েছে ইনটেরিয়রে। ১০.২৫ ইঞ্চির ভার্চুয়াল ককপিট দেওয়া হয়েছে গাড়িতে। রয়েছে ১০ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম সঙ্গে স্মার্ট কানেকটিভিটি। এবারও টু-স্পোক স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে গাড়িতে। ভিতরে অ্যামবিয়েন্ট লাইটিংয়ের সঙ্গে রয়েছে ইলেকট্রো মেক্যানিক্যাল পার্কিং ব্রেক।
নতুন বিলাসবহুল সেডানের প্রায় সব জেনারেল ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। যার মধ্যে অটোম্যাটিক এসি, সানরুফ কন্ট্রোল ছাড়াও দেওয়া হয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ২০২১ সালের নতুন অক্টাভিয়া আগের মডেলের থেকে ১৮ এমএম লম্বায় বড়। চওড়াতেও আগের মডেলের থেকে ১৫ এমএম বড় এই গাড়ি। কোম্পানির দাবি, এবার পিছনের সিটের যাত্রীরা আরও আরামে গাড়িতে সফর করতে পারবেন। কারণ এখানে নি-রুম বেড়েছে ৭৮ এমএম।
বুট স্পেস নিয়েও নতুন মডেলে চিন্তার কিছু নেই বলে দাবি করেছে কোম্পানি। তাদের মতে, ৬০০ লিটার বুট স্পেস দেওয়া হয়েছে গাড়িতে। সিফট ব্যাক টেইল গেট থাকার ফলে আরও বড় দেখায় বুট স্পেস। গাড়িতে জিনিস রাখার ক্ষেত্রেও সমস্যা হয় না। তবে গাড়ির ছবি বলছে, এবার সবথেকে আকর্ষণীয় ১৭ ইঞ্চির হুইল। স্টার শেপের হুইল নজর কেড়েছে সবার।