আবির দত্ত, কলকাতা: আরও এক সন্দেহভাজন জঙ্গির বাংলা-কানেকশন। আনসারুল্লাহ্ বাংলা টিমের শাদ রাডি ও ABT-র প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ধৃত নুর ইসলাম মণ্ডলের। অসমের কোকরাঝাড়ের বাসিন্দা নুর পেশায় রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন এই জঙ্গির আনাগোনা ছিল পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ ও ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠকও করে গেছে বছর চল্লিশের নুর ইসলাম মণ্ডল। কোথায় কোথায়, কার বা কাদের সঙ্গে নুরের যোগাযোগ হয়েছিল, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই নুর ইসলাম মণ্ডলকে অসম থেকেই গ্রেফতার করা হয়েছিল। 


অন্যদিকে, অসম এসটিএফের হাতে ধৃত আরও ২ জঙ্গি। আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি অসম এসটিএফের জালে, দাবি এএনআই সূত্রের। এর আগে বাংলা, অসম, কেরলে হানা দিয়ে ৮ এবিটি জঙ্গিকে গ্রেফতার করে অসম STF। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। নতুন ২ জঙ্গিকে গ্রেফতারের আগে বাংলা থেকে ২ জন, কেরল থেকে ১ জন, অসম থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। অসম এসটিএফ- এর 'অপারেশন প্রঘাত'- এর আওতায় এই এবিটি জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। 


অসম পুলিশ সূত্রে খবর, কোকরাঝাড় থেকে আব্দুল জাহের শেখ (৩০) নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে সাব্বির মির্ধা নামের আরও এক জঙ্গি। গতকাল রাতে হানা দিয়ে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৪টি 'একে' সিরিজের রাইফেল, ৩৪টি তাজা গুলি- সহ আইইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শোনা যাচ্ছে, ধৃত জঙ্গিদের দিয়ে বড়সড় নাশকতার ছক কষছিল বাংলাদেশের হ্যান্ডলাররা। আদতে ঠিক কী পরিকল্পনা ছিল এই জঙ্গিদের তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে হানা দিয়ে আব্দুল জাহের ও সাব্বির মির্ধাকে হাতেনাতে পাকড়াও করে অসম এসটিএফ। ৩৪টি স্যুইচ এবং একটি হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। বড়সড় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের, অনুমান গোয়েন্দাদের। 


আরও পড়ুন- রবীন্দ্র ও দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প ভাবনা, রো রো ভেসেলের উদ্বোধন 


আরও পড়ুন- 'এই নপুংসক পুলিশ দরকার নেই', তৃণমূল বিধায়কের রোষের মুখে পুলিশ আধিকারিক; 'সারা মঙ্গলকোট জ্বলবে' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।