মুম্বই: আন্তর্জাতিক নারী দিবসে The Her Circle EveryBODYProject- নামে এই প্রকল্পের পথচলা শুরু হল রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন নীতা আম্বানির (Nita Ambani) হাতে। শারীরিক গঠন নিয়ে অনেকসময়েই নানাজনকে নানাভাবে কটাক্ষ, বৈষম্যের শিকার হতে হয়। দেহের গঠন, ত্বকের রং, বয়স, ধর্ম যাই হোক না কেন, সবাইকেই এমন নানা কটাক্ষের শিকার হতে হয়। এই প্রবণতার বিরুদ্ধে বার্তা দিতেই এমন ভাবনা।


২০২১ সালে  Her Circle নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন নীতা অম্বানি। মূলত, মহিলাদের সার্বিক বৃদ্ধির একটি সুরক্ষিত ডিজিটাল প্লাটফর্ম এই হার সার্কেল। যা এককথায়  নারীদের জন্য ডিজিটাল প্লাটফর্মের স্বর্গ। দ্বিতীয় বর্ষপূর্তিতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতে মহিলাদের জন্য সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যা অন্তত ৩১০ মিলিয়ন ব্যক্তির কাছে পৌছেছে। এই কাজে সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন নীতা আম্বানি। সমাজে বদল আনার জন্যই সবাইকে হাত মেলানোর বার্তা দিয়েছেন তিনি।


the Her Circle EveryBODY Project -শুরুর অনুষ্ঠানে নীতা আম্বানি বলেন, 'The Her Circle শুধুমাত্র নারীদের মধ্যে বন্ধনের-বন্ধুত্বের কথা বলে না। সংহতির কথাও বলে। সাম্য, অন্তর্ভুক্তি এবং সম্মানের উপর ভিত্তি করে তৈরি সবটি। Her Circle Everybody Project-এর মূল ভাবনা এটিই। আমরা সোশ্য়াল মিডিয়ায় নানা ধরনের ট্রোলিং দেখতে পাই। কোনও মানুষ কতটা লড়াই করছে, তা না দেখেই মন্তব্য করা হয়। চিকিৎসা সংক্রান্ত কোনও সমস্যা থাকতে পারে, জেনেটিক কোনও সমস্যা থাকতে পারে। কিন্তু তবুও ডিজিটাল দুনিয়ায় ট্রোলিং এবং অপমানের শিকার হতে হয় তাঁদের। কমবয়সীদের জন্য তা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আমি আশা করছি আমাদের এই উদ্যোগ এই সমস্যাকে চিনতে এবং রুখতে পারবে এবং এই লোকজনকে আত্মবিশ্বাস এবং স্বাধীনতা দিতে পারবে।


|এই নতুন উদ্যোগ শুরুর সঙ্গেই Her Circle -এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছেন শ্রীমতি নীতা আম্বানি। তার জন্য একটি বিশেষ ডিজিটাল কভার তৈরি করা হয়েছে এবং একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারও দিয়েছেন তিনি।


যাঁরা Her Circle ব্যবহার করেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন নীতা আম্বানি, তাঁর সঙ্গে একটি বার্তাও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, 'গোটা টিম এবং আরও যাঁরা মিলে Her Circle তৈরি করেছেন তাঁদের অভিনন্দন। আমরা প্রথমে একটি উদ্যোগ নিয়েছিলাম। আমরা সব নারীর জন্যই এই আন্দোলন গড়ে তুলতে চাই। মহামারি ঠিক মাঝে আমরা Her Circle শুরু করেছিলাম। তখন লকডাউন চলছিল। আমরা গত ২ বছরে অনেকটা পথ এগিয়ে এসেছি। তবুও এটা সবে শুরু।'


Her Circle-এর দ্বিতীয় বছরে ডিজিটাল ব্যবহার এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে একাধিক লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।  ২ লক্ষ ২০ হাজারেও বেশি মহিলা ব্যবহারকারী রয়েছেন, যাঁরা মূলত্য উদ্য়োগপতি। মহিলাদের বারবার উৎসাহিত করা হচ্ছে, যাতে তাঁরা পেশাগত এবং সামাজিকভাবে হাতে হাত মিলিয়ে নিজেদের উন্নতি করতে পারেন। বছরখানেক ধরে চলবে The Her CircleEveryBODY Project. এর মাধ্য়মে


শারীরিক গঠনের বিভিন্নতা স্বাভাবিক, ডিজিটাল মাধ্যমে সেই বার্তা দিতেই বাস্তবজীবনের বিভিন্ন উদাহরণ থেকে লেখা এবং ছোট সিনেমা তৈরি করা হবে। গায়ের রং, উচ্চতা বা আকার নিয়ে সমাজ সৌন্দর্যের যা মাপকাঠি তৈরি করে দেয় তার বিরোধিতা করেছেন অনেক নারী। সেই লড়াই করেই নিজের শর্তে তাঁরা সাফল্য পেয়েছেন। 


সবার আগে রয়েছে আমাদের প্রতিষ্ঠাতা শ্রীমতি নীতা আম্বানির বডি-পজিটিভ বিশ্ব তৈরির স্বপ্ন। মহিলারা যাতে নিজেদের আগে রাখে তার জন্য তাঁদের উৎসাহিত করবে Her Circle. 


কীভাবে কাজ করবে Her Circle?
নীতা আম্বানির প্রতিষ্ঠা করা Her Circle নারী-কেন্দ্রিক কনটেন্ট তৈরির একমাত্র জায়গা হিসেবে তৈরি করা হয়েছে। এমন কনটেন্ট তৈরি করা হবে যা আকর্ষক এবং তাতে উন্নতির লক্ষ্যমাত্রা থাকবে। এর মাধ্য়মে মহিলারা নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। এমন নিবন্ধ এবং ভিডিও থাকবে যা পড়ে-দেখে নিজের সঙ্গে ওই কনটেন্টের যোগসূত্র তৈরি করতে পারবেন কোনও মহিলা। জীবনযাত্রা, ভাল থাকার নানা দিক, অর্থ, কাজ, ব্যক্তিত্ব, সৌন্দর্য, ফ্যাশন, বিনোদন, আর্ট-সবদিক নিয়েই তৈরি হবে কনটেন্ট। মহিলাদের নেতৃত্বাধীন এনজিও এবং অন্য সংগঠনের মাধ্যমে মহিলাদের নানাভাবে কাজ করানোর ভাবনাও রয়েছে।


এখন দুটি ভাষায় কনটেন্ট পড়া এবং দেখার সুবিধা রয়েছে। একটি ইংরেজি এবং অন্যটি হিন্দি। হিন্দি কনটেন্টে নানা নতুনত্ব থাকবে। স্বাস্থ্য, ভালথাকা, শিক্ষা, ব্যবসায়িক উদ্য়োগ, অর্থ,  সমাজসেবা, নেতৃত্ব বিভিন্ন বিষয়ে মহিলাদের নানা প্রশ্নের উত্তর দেবেন রিলায়েন্সের একাধিক বিশেষজ্ঞ দিয়ে তৈরি উচ্চস্তরের একটি টিম। কেরিয়ারের কথাও ভাবা হয়েছে, তার জন্য়ও একটি সেকশন থাকবে। মহিলারা তাঁদের কেরিয়ারের জন্য ভাল চাকরির খবর, ট্রেনিংয়ের খবর পেতে পারেন। একাধিক ডিজিটাল কোর্সের সুবিধাও থাকছে।


ব্যক্তিগত এবং সুরক্ষিত:
ভিডিও কনটেন্ট হোক বা প্রবন্ধ-নিবন্ধ সবাই ব্যবহার করতে পারবেন। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে সুবিধা তা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করতে পারবেন। ফলে সোশ্যাল স্তরে যে যোগাযোগ তৈরি হবে তা কোনও মহিলার জন্য় একদম সুরক্ষিত হবে। স্বাস্থ্য ও অর্থ নিয়ে যে কোনও প্রশ্নের উত্তর পেতে গোপন চ্যাটরুমের ব্যবস্থাও রয়েছে Her Circle.


Her Good Habit App: বাকি নানা সুবিধা তো রয়েইছে, তার সঙ্গেই ফিটনেস, পিরিয়ড ট্র্যাকিং-এর সুবিধাও পাওয়া যাবে। গর্ভাবস্থা সংক্রান্ত বিভিন্ন পরামর্শও মিলবে।


Her Circle একটি ডেস্কটপ এবং মোবাইল-বান্ধব ওয়েবসাইট এবং এটি Google Play Store এবং iOS অ্যাপ স্টোরে একটি বিনামূল্যের অ্যাপ হিসেবে উপলব্ধ৷ Her Circle সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।


আরও পড়ুন: এই ব্যাঙ্কগুলি মহিলাদের FD-তে দিচ্ছে দারুণ সুদ, জেনে নিন নাম