সুনীত হালদার,হাওড়া: দোলের দিন ৩ টি পৃথক দুর্ঘটনায় (Accident)৬ জনের মৃত্যু হয়েছে। একদিকে উলুবেড়িয়ার দিক থেকে বাগনানে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। পাশাপাশি আমতার অশ্বথ তলায় আরও একটি দুর্ঘটনায় বলি হয় প্রাণ। তবে বেপরোয়া বেগ নাকি অন্য কোনও কারণ দায়ী এই দুর্ঘটনাগুলির জন্য, জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ (Police)। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বাইকে চেপে ৩ যুবক উলুবেড়িয়ার দিক থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বিকেল ৩ টে নাগাদ কুলগাছিয়ার জয়রামপুরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে ৩ যুবক রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় নিতাই পাল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রদ্যুৎ মাইতি (২২) নামে অন্য এক যুবককে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত দুজনের বাড়ি বাগনান থানার কালিকাপুরে।


অন্যদিকে এদিন বিকেলে বাইক নিয়ে বীরশিবপুরের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসার সময় কৈজুড়ীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে অনিকেত ঘোষ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী এলাকায়। অপরদিকে এদিন সন্ধ্যায় আমতার অশ্বথ তলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু হল। মৃত যুবকেরা হল আমতার সোমেশ্বরের বাসিন্দা কৌশিক কোলে (১৯) এবং কার্তিক পাত্র (১৮) ও ডোমজুড়ের বাসিন্দা সাহিল মল্লিক (২৬)। পুলিশ ৬ টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।


সম্প্রতি রাতের কলকাতায় বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা কবলে পড়ে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়ি। রাত সোয়া ১০ টা নাগাদ সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা গাড়িকে।  আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামই গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনায় আরাবুল-পুত্র হাকিমুলকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানা পুলিশ। রাতেই থানায় যান তৃণমূল নেতা আরাবুল। ঘণ্টা চারেক পর জামিনে মুক্তি পান হাকিমুল। আরাবুলের দাবি, নিছকই দুর্ঘটনা, পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। 


আরও পড়ুন, 'বীরভূমের দায়িত্ব নিতে আমি রাজি', অনুব্রত ইস্যুতে মন্তব্য মদনের


রাতের শহরে মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগী-সহ যাত্রীরা।  রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। টায়ার বদলাতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার লেনে, দাঁড়িয়েছিল অ্যাম্বুল্যান্স। পিছন থেকে এসে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। হাজারও সতর্কতা জারি করেও দুর্ঘটনায় যবনিকা টানা যায়নি রাজ্যে।