GST Council Meeting: বিরোধীদের দাবি সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া গেল না মূল বিষয়ে। দু'দিনের GST কাউন্সিলের ৪৭ তম বৈঠকে পৌঁছনো গেল না কোনও রফাসূত্রে। মূলত, জুনের পরও জিএসটি প্রয়োগের ফলে ক্ষতিপূরণ বাবদ টাকা দাবি করেছিল রাজ্যগুলি। এদিন, বৈঠক শেষে যার কোনও সমাধান করতে পারেনি কাউন্সিল।


GST Update: অগাস্টে হবে সিদ্ধান্ত ?
জিএসটি কাউন্সিলের এই বৈঠক নিয়ে দু'দিন ধরেই বিভিন্ন জল্পনা তৈরি হয়। যা নিয়ে মুখ খোলেন পুদুচেরির অর্থমন্ত্রী কে লক্ষ্মীনারায়ণন। তিনি পিটিআই-কে জানিয়েছেন, অনেক রাজ্য জিএসটি বাবাদ ক্ষতিপূরণ ব্যবস্থার মেয়াদ বাড়াতে চেয়েছিল, কিন্তু বৈঠকে তার কোনও সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে, অগাস্টে ফের জিএসটি কাউন্সিলের বৈঠক বসবে। সেখানে বিরোধী শিবির-সহ রাজ্যগুলির দাবি ফের উঠতে পারে।


GST Council Meeting: আগে রাজ্যগুলিকে কী প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র ?


জিএসটি শুরু হওয়ার সময় রাজ্যগুলিকে ২০২২ সালের জুন পর্যন্ত রাজস্ব ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অর্থমন্ত্রক। বর্তমানে যার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এবার নতুন করে জিএসটি বাবদ ক্ষতিপূরণের সময় বাড়াতে বলছে রাজ্যগুলি। সরকারের কাছে এই দাবি রেখেছে বিরোধীরাও। রাজ্যগুলিকে ক্ষতিপূরণের পরিমাণ দেওয়া হয় সেস ছাড়াও বিলাসিতা, ক্ষতিকারক ও 'সিন গুডসের'  ওপর ২৮  শতাংশ জিএসটি কর আরোপ করে।


GST Update: কেন রাজ্যগুলি এই আবেদন করেছে ?


২০১৭ সালে ১ জুলাই থেকে দেশব্যাপী পণ্য ও পরিষেবা কর (GST) শুরু হয়। সেই সময় সিদ্ধান্ত হয়,  পাঁচ বছরের জন্য নতুন করের থেকে রাজস্বের যেকোনও ক্ষতি হলে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মহামারীতে দুই বছর হারিয়ে যাওয়ায় রাজ্যগুলি এই ক্ষতিপূরণ ব্যবস্থার মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। দেশে জিএসটি কাউন্সিল - পরোক্ষ কর ব্যবস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। যার নেতৃত্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রয়েছেন। দু'দিন ধরে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে । যদিও শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেনি কাউন্সিল। 


আরও পড়ুন : Reliance Retail: রিলায়েন্স রিটেলের চেয়ারপার্সন হতে পারেন ইশা অম্বানি, শীঘ্রই নতুন ঘোষণা ?