Tata Trust Chairman:  জল্পনা শুরু হয়েছিল রতন টাটার মৃত্যুর (Ratan Tata Demise) পর। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। টাটা ট্রাস্টের (Tata Trust)  নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা (Noel Tata)।  শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।


কে এই নোয়েল টাটা


রতন টাটার মৃত্যুর পর থেকেই 67 বছর বয়সী নোয়েল টাটার নাম রতন টাটার উত্তরসূরি হিসাবে উটে আসছিল। আসলে রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা। তিনি টাটা ট্রাস্ট সহ টাটা গ্রুপের সঙ্গে বহু বছর ধরে জড়িত। নেভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল। তিনি ইতিমধ্যেই স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ডে একজন ট্রাস্টি।


কোন কোন কোম্পানির দায়িত্বে রয়েছেন নোয়েল


বর্তমানেনোয়েল টাইটান এবং টাটা স্টিলের ভাইস-চেয়ারম্যান। এছাড়াও তিনি টাটা গ্রুপের রিটেল কোম্পানি ট্রেন্টের চেয়ারম্যান (জুডিও এবং ওয়েস্টসাইডের মালিক) এবং এর এনবিএফসি ফার্ম টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন নোয়েলও ভোল্টাসের বোর্ডে কাজ করেন।এছাড়াও তিনি টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজমেন্ট ডিরেক্টর। এখানেই এখ সময় তিনি তার কর্মজীবন শুরু করেন। 2010-11 সালে এই নিয়োগের পরেই নোয়েলকে টাটা গ্রুপের প্রধান হিসাবে রতন টাটার স্থলাভিষিক্ত করার জন্য প্রস্তুত করা হচ্ছিল।




কী যোগ্যতা রয়েছে নোয়েল টাটার


নোয়েল টাটা সাসেক্স ইউনিভার্সিটি (ইউকে) থেকে স্নাতক এবং ফ্রান্সের INSEAD থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (IEP) সম্পন্ন করেছেন।নোয়েল এর আগে ব্রিটেনের নেসলেতে কাজ করেছেন।নোয়েল টাটা আসলে একজন আইরিশ নাগরিক। পালোনজি মিস্ত্রির কন্যাকে বিয়ে করেছেন তিনি। যিনি টাটা সন্সের সিঙ্গল বৃহত্তম শেয়ারহোল্ডার ছিলেন। নোয়েল টাটার তিনটি সন্তান রয়েছে - লেয়া, মায়া এবং নেভিল।


Best Stocks To Buy: ১১ থেকে ১৬৪ টাকায় স্টক, ১৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার