Tech News: বিশ্বের মোবাইল বাজারে একাধিপত্য হারিয়েছে আগেই। স্যামসাং ছাড়াও চিনা ফোনের দাপটে তলানিতে এসে ঠেকেছে জনপ্রিয়তা। এবার হৃতগৌরব ফিরে পেতে নতুন উদ্যোগ নিল নোকিয়া। ৬০ বছর পর বদলে ফেলা হল কোম্পানির লোগো।


Nokia New Logo:  কী ভাবছে নোকিয়া ?


মাঝে কেটে গিয়েছে ৬০টি বছর। প্রযুক্তি ক্ষেত্রে এখন বিশ্ববাজারে ভরা জোয়ার। প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে তাই পুরোনা ভাবধারা থেকে এবার বেরিয়ে আসতে চলেছে নোকিয়া। দীর্ঘদিন পর আইকনিক লোগো পরিবর্তন করল কোম্পানি।  দীর্ঘদিন ধরে বিশ্বের ব্যবহারকারীরা এর জন্য অপেক্ষা করছিলেন। বহু বছর ধরে দুর্দান্ত মোবাইল ফোন বাজারে আনার জন্য পরিচিত নোকিয়া। বর্তমানে অন্যান্য নতুন কোম্পানির তুলনায় নোকিয়ার মোবাইল ফোন বিক্রি কমেছে। এখন কোম্পানি তাদের লোগো পরিবর্তন করে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।


Tech News: কেমন দেখতে নতুন লোগো ?


নতুন নোকিয়া লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতি রয়েছে। যা থেকে "NOKIA" শব্দটি গঠিত হয়েছে। আগে কোম্পানির লোগোতে শুধু নীল বোল্ড ও জেনেরিক লেটার ছিল। কিন্তু এখন ব্যবহারকারীরা লোগোতে রঙিন আরও চাকচিক্য দেখতে পাবেন। মূলত, কোম্পানি যে নতুন কিছু করতে যাচ্ছে, তা বোঝাতেই এই নতুন লোগো বলে মনে করছে টেক ব্লগাররা।



Nokia New Logo: কেন এই বদল , কী বললেন নোকিয়ার সিইও ?
কেন হঠাৎ এই পরিবর্তন? নোকিয়ার নতুন লোগো নিয়ে কোম্পানির সিইও পেক্কা লুন্ডমার্ক বলেছেন, ''কোম্পানি এখন আর কেবল স্মার্টফোন উৎপাদনকারী হিসেবে নিজের পরিচয় দিতে চায় না। আমরা এখন একটি বাণিজ্যিক প্রযুক্তি কোম্পানি হিসাবে নিজেদের তুলে ধরব। নোকিয়া এখন বিভিন্ন ব্যবসায়িক বিকল্পে বিনিয়োগের সঙ্গে সম্প্রসারণের পরিকল্পনা করছে।"


Nokia Smartphone: নোকিয়া ভারতে তাদের নতুন বাজেট ফোন (Budget Phone) লঞ্চ করেছে। ৬০০০ টাকারও কমে পাওয়া যাবে নোকিয়া 'সি' সিরিজের ফোন নোকিয়া সি১২ (Nokia C12)। এই ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর। এই ফোনে একটি অক্টা-কোর Unisoc 9863A1 প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। নোকিয়া সি১২ ফোনের র‍্যামের পরিমাণ ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ৩০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। 


Twitter 8th Round Layoffs: ফের কর্মী ছাঁটাই ট্যুইটারে, এবার ভারতে চাকরি যাবে কত জনের ?