কলকাতা: গায়কদের জার্সি গায়ে অভিনেতাদের হয়ে ব্যাট ধরলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। স্বেচ্ছাসেবী সংগঠন 'বিবেক' এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির আয়োজিত ম্যাচে ধরা পড়ল এমনই ছবি। বিবেকের জার্সি পরেও মাঠে নামেন বাবুল।


এবার খেলার মাঠে ক্রিকেট ম্যাচ চলাকালীন দল বদল করলেন পর্যটনমন্ত্রী!                                      


গায়কদের প্লেয়িং ইলেভেনে খেলা সত্ত্বেও টলিউড ইলেভেন হয়েও ব্যাট ধরলেন বাবুল সুপ্রিয়। শনিবার, ক্রিকেটের ব্যাট হাতে বিবেকানন্দ পার্কে মুখোমুখি হন অভিনেতা ও গায়করা। ম্যাচের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিবেক' এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমি।                                                                                                                                                                                              


এদিন, ম্যাচ শুরুর আগে গায়কদের প্লেয়িং ইলেভেন গীতগোবিন্দমে ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু, পরে ব্যাট করতে নামা টলিউড ইলেভেনের আবদারে ব্যাট হাতে তাদের হয়েও ফার্স্ট ডাউনে নামেন বাবুল।                                                                 



আরও পড়ুন, করোনার থেকে কোনও অংশে কম বিপজ্জনক নয় অ্যাডিনো ভাইরাস, জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ


গায়কদের সাদা জার্সিতেই অভিনেতাদের হয়ে ব্যাট ধরেন বাবুল। যদিও ম্যাচে জয়ী হন গায়করাই। ম্যাচের সময় দর্শকাসনে যেন চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি।


এরপরে আরও একটি প্রীতি ম্যাচ হয় মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন ও বিবেকের মধ্যে। এই ম্যাচেও বিবেকের জার্সি পরে মাঠে নামেন বাবুল।