Flipkart: খুব তাড়াতাড়ি ভারতে শুরু হয়ে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২। ফ্লিপকার্টের এই সেলে নাথিং ফোন ১ এবং গুগল পিক্সেল ৬এ- এই দুই ফোনের দামে ছাড় থাকবে। সেলে এই দুই স্মার্টফোন কত দামে পাওয়া যাবে তা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। যদিও এখনও সেল শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়নি।


ফ্লিপকার্টের আসন্ন সেলে নাথিং ফোন ১ এবং গুগল পিক্সেল ৬এ ফোনের দাম


ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে নাথিং ফোন ১- এর দাম শুরু হবে ২৮,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম শুরু হবে ২৭,৬৯৯ টাকা থেকে। লঞ্চের সময় নাথিং ফোন ১ –এর দাম ছিল ৩৩,৯৯৯ টাকা। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম ছিল ৪৩,৯৯৯ টাকা। সম্প্রতি আবার নাথিং ফোন ১- এর সব ভ্যারিয়েন্টের দাম ভারতে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছিল।


বিভিন্ন ব্যাঙ্ক অফার


আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাবেন। নাথিং ফোন ১ ভারতে লঞ্চ হয়েছিল জুলাই মাসে। তখন দাম ছিল ৩২,৯৯৯ টাকা। সম্প্রতি ১০০০ টাকা দাম বেড়ে দাম হয়েছিল ৩৩,৯৯৯ টাকা। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ভারতে লঞ্চ হয়েছিল মে মাসে।


নাথিং ফোন ১- এর স্পেসিফিকেশন


এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এর সঙ্গে রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে, যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। নাথিং ফোন ১- এ রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে নাথিং ফোন ১- এ রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই ফাই, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং জিপিএস সাপোর্ট। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।


গুগল পিক্সেল ৬এ স্পেসিফিকেশন


এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এই ফোনে একটি অক্টা-কোর Google Tensor প্রসেসর রয়েছে। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। এখানেও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। গুগল পিক্সেল ৬এ ফোনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৪১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।


আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল কবে শুরু হচ্ছে? কী কী সুবিধা পাবেন ক্রেতারা