সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও প্রকাশ সিনহা, কলকাতা: ইডি-র (ED) অভিযানে (Raid) খাস কলকাতার (kolkata) বুক থেকে উদ্ধার (recovered) ৭ কোটি টাকা (7 crore rupees)! পার্থ-অর্পিতাকাণ্ডের পর ফের কলকাতায় টাকার পাহাড়ের হদিশ, খবর ইডি সূত্রে! মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে (mobile gaming app fraud) গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র অভিযানে এখনও পর্যন্ত উদ্ধার ৭ কোটি টাকা, বলছে সূত্র। ব্যবসায়ীর বাড়ির দোতলার ঘরে একটি খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ৫০০ ও ২ হাজারের বান্ডিল বান্ডিল নোট।


এখনও পর্যন্ত যা জানা গেল...
তদন্তকারী সংস্থা সূত্রে খবর,মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে অন্তত  ৬৫-৭০ কোটি টাকা প্রতারণা করেছেন ওই ব্যবসায়ী। শোনা যাচ্ছে, এ দিন যে বিপুল অঙ্কের টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার উৎস নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি আমির খান। দেখাতে পারেননি কোনও বৈধ নথিও। ফলে আপাতত উদ্ধার হওয়া ওই অর্থ কালো টাকা হিসেবেই গণ্য করছে ইডি। জানা গিয়েছে তাতে নিসার খানের আমদানি-রফতানির ব্যবসা রয়েছে। অফিস রয়েছে নিউটাউন ও হাইড রোডে। এদিন সকাল সাড়ে আটটা থেকে ওখানে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকদের একটি দল। বিপুল পরিমাণ টাকা মিলতেই আরও কয়েক জন আধিকারিককে ঢুকতে দেখা যায় সেখানে। তল্লাশির আগে ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলা হয়। টাকা উদ্ধারের খবর মিলতেই ব্যাঙ্ক থেকে ২টি টাকা গোনার মেশিন আনা হয়। আপাতত ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে বাড়তে পারে উদ্ধার হওয়া টাকার অঙ্ক, এমনই ধারণা একাংশের। অন্য কোথাও আরও টাকা রয়েছে কিনা, খুঁজে দেখতে বাড়ির আনাচকানাচ তল্লাশি করছেন আধিকারিকরা। 

তল্লাশি শহরজুড়ে...
এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র তিনটি দল বেরিয়ে যায়। শহরজুড়ে একযোগে তল্লাশির জন্যই এই তৎপরতা। একটি দল গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে যায়। তাতে দুই মহিলা অফিসারও ছিলেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে পার্ক স্ট্রিট থানা এলাকার ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি আধিকারিকদের দ্বিতীয় দলটি। আর তৃতীয় টিম পৌঁছয় মোমিনপুরে। পরে নিউ টাউনে তল্লাশির কথাও শোনা যায়। মোবাইল অ্য়াপে প্রতারণা সংক্রান্ত মামলায় একযোগে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 


আরও পড়ুন:'অপমানের আক্রোশেই অতনুকে খুন', সিআইডি-র কাছে দাবি সত্যেন্দ্র-র