Nova Agritech IPO: হু হু করে বাড়ল GMP, আজই হতে পারে আইপিও অ্যালটমেন্ট, কীভাবে স্ট্যাটাস দেখবেন ?

IPO Allotment: ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলেছিল বিডিং। এবার অ্যালটমেন্ট ঘোষণার পালা। কথা ছিল ৩০ জানুয়ারি ডিম্যাটে শেয়ার স্থানান্তর হবে। আপনি কি শেয়ার পেলেন ? চেক করে দেখে নিন এভাবে।

Continues below advertisement

IPO Biding: ২৩ জানুয়ারি বাজারে এসেছিল নোভা এগ্রিটেকের (Nova Agritech IPO) আইপিও। ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলেছিল বিডিং। কৃষিখাতের সঙ্গে সম্পর্কিত এই কোম্পানি তাদের আইপিওর মাধ্যমে বাজার থেকে তুলতে চেয়েছে ১৪৩.৮১ কোটি টাকা। গতকাল বরাদ্দ হয়েছে শেয়ার। আপনি যদি বিডিং করে থাকেন, আপনার ডিম্যাট অ্যাকাউন্টেও সেই শেয়ার রয়েছে এবার যাচাই করে নিন।

Continues below advertisement

বাড়ল জিএমপি

২০ জানুয়ারি পর্যন্ত গ্রে মার্কেটে এই শেয়ারের দাম দেখাচ্ছিল ২০ টাকা, কিন্তু লিস্টিংয়ের দিন এই দামে লাফ দেখা যায়। ২৩ টাকা পর্যন্ত দামের বৃদ্ধি লক্ষ করা যায়। এর ফলে পোটেনশিয়াল মার্কেটে ৫৫-৬০ শতাংশ বৃদ্ধি লক্ষ করা যেতে পারে।

কারা কত শেয়ার পাবেন

নোভা এগ্রিটেক (Nova Agritech IPO) আইপিওতে খুচরো বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে। যেখানে ১৫ শতাংশ শেয়ার হাই নেট ইনডিভিজুয়ালসদের জন্য এবং ৫০ শতাংশ শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য সংরক্ষিত রয়েছে।

নোভা এগ্রিটেক (Nova Agritech IPO) মোট ৩৫,০৭৫,৬৯৩টি ইক্যুইটি শেয়ার বিক্রির জন্য রেখেছে যার মধ্যে ১১২ কোটি টাকার শেয়ার নতুন ইস্যুর মাধ্যমে বিক্রয়ের জন্য রাখা হয়েছে। একইসঙ্গে এর পাশে ৩১.৮১ কোটি টাকার শেয়ার বিক্রয়ের জন্য অফারের মাধ্যমে (OFS) বিক্রি করা হবে। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও কিনতে চাইলে বিডিংয়ের সময় ৩৬৫টি শেয়ারের একটি লট সাইজ কিনতে পারেন। সর্বোচ্চ ১৩টি লট কিনতে পারতেন বিনিয়োগকারীরা।

কত বুকিং হয়েছে ?

৩ দিনে এই পাবলিক ইস্যু (Nova Agritech IPO) প্রায় ১০৯ গুণ বুকিং হয়েছে। এর মধ্যে অপ্রাতিষ্ঠানিক বিডাররা ২২৪.০৮ গুণ এবং খুচরো বিনিয়োগকারীরা ৭৭.১২ গুণ বুকিং করেছেন এই শেয়ার। এখন বিডিংয়ের পর এই শেয়ারের অ্যালটমেন্ট আপনি পেলেন কিনা, তা বিএসই-র ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেকের মাধ্যমে জানা যায়।

অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করবেন কীভাবে ?

  • bseindia.com/investors/appli_check.aspx এই লিঙ্কে গিয়ে প্রথমে ইস্যু টাইপ হিসেবে ইক্যুইটি নির্বাচন করতে হবে।
  • অ্যাপ্লিকেশন নম্বর বা প্যান নম্বর যা আপনার কাছে আছে, সেটা লিখুন।
  • I'm Not a Robot অপশনে ক্লিক করুন।
  • সার্চ অপশনে ক্লিক করুন এবার।
  • এরপরেই মোবাইলে বা কম্পিউটারের স্ক্রিনে নোভা এগ্রিটেকের শেয়ার অ্যালটমেন্ট দেখা যাবে।
  • বিএসই ছাড়া আরও অন্যান্য মাধ্যমেও এই অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করা যায়। যেমন- বিগ শেয়ার সার্ভিসেস পোর্টালের মাধ্যমেও একইভাবে এর অ্যালটমেন্ট পেয়েছেন কিনা তা সহজেই যাচাই করে নেওয়া যায়।

আরও পড়ুন: Infibeam Share Price: একদিনেই বাড়ল ২০ শতাংশ, ত্রৈমাসিকের বিপুল মুনাফার খবরেই কি বাড়ল দাম ?

Continues below advertisement
Sponsored Links by Taboola