National Stock Exchange: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্প্রতি তাদের একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে দেশে যার নাম NSEIndia। এই দীপাবলিতে ১ নভেম্বর এই নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE Mobile App)। একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মোবাইল অ্যাপের পাশাপাশি এই সংস্থা তাদের ওয়েবসাইটকেও (NSE India) ইংরেজি ছাড়া মোট ১২টি আঞ্চলিক ভাষার সহায়তা দিয়েছে। অর্থাৎ এবার থেকে ইংরেজির বদলে এই সমস্ত আঞ্চলিক ভাষাতেও কাজ করা যাবে ওয়েবসাইটে।
আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তামিল ও তেলুগু। এর আগে থেকেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সহায়তা দেওয়া ছিল হিন্দি, মারাঠি ও গুজরাতি ভাষার। ইংরেজি ভাষার সহায়তা তো আগে থেকেই ছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে দেশের সমস্ত বিনিয়োগকারীদের জন্য একটি ইনক্লুসিভ ফিনান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করার জন্য তারা সবসময় চেষ্টা করে চলেছে আর সেই কারণেই একইসঙ্গে নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে এই বদল আনা হয়েছে। কী কী সুবিধে মিলবে এই মোবাইল অ্যাপে ?
কী কী সুবিধে পাবেন বিনিয়োগকারীরা
NSE-র ওয়েবসাইটে এবার থেকে মোট ১২টি ভাষায় কাজ করা যাবে। ইংরেজি সহ এই আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, হিন্দি, মারাঠি ও গুজরাতি, তেলুগু ও ইংরেজি।
সারা দেশের সমস্ত বিনিয়োগকারীদের বড় সুবিধে হবে এর মাধ্যমে। এনগেজমেন্ট এবং অ্যাক্সেসিবিলিটি বাড়বে বিনিয়োগকারীদের।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন লঞ্চ করা মোবাইল অ্যাপ পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোরে। ১ নভেম্বর ২০২৪ থেকেই ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাপ।
এই নতুন অ্যাপের ফিচার্সের মধ্যে পাবেন সূচকের তথ্য, বাজারের তথ্য, বাজারের ট্রেন্ড, টার্নওভার, নিফটি ৫০-র সেরা গেনার, লুজার সম্পর্কে তথ্য, স্টক সার্চ এবং ব্যক্তিগত ওয়াচলিস্ট, ডেরিভেটিভ বাজার নিয়েও সমস্ত তথ্য দেখা যাবে এখানে। কল, পুট এবং ওপেন ইন্টারেস্ট সম্পর্কে জানা যাবে এই অ্যাপেই।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Elcid Investments Share Price: একদিনে ১২ হাজার টাকা বাড়ল এই স্টক, তোলপাড় করছে বাজার !