Bonus Share: ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ NSE-র বোর্ড অফ মেম্বারদের একটি সভা আয়োজিত হতে চলেছে আগামী ৩ মে শুক্রবার আর সেখানেই বোনাস শেয়ার (NSE Bonus Share) ও ডিভিডেন্ড দেবার কথা ঘোষণা করবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE Share Price), এমনটাই জানা গিয়েছে। সেই সভায় ২০২৩-২৪ অর্থবর্ষের ফলাফল নিয়ে আলোচনাও করবে এই সংস্থা।
কী ঠিক হবে বোর্ড মিটিংয়ে
সোমবার এনএসই জানিয়েছে যে সেবির (SEBI) নিয়ম অনুসারে বোর্ড অফ ডিরেক্টরদের সভা হবে শুক্রবার ৩ মে। এই সভায় আলোচনা করা হবে বোনাস শেয়ার নিয়ে, একইসঙ্গে কীভাবে সংস্থার শেয়ারের (NSE Share Price) মূলধন বাড়ান যেতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। বলা হয়, ভারতের অর্থনীতির অগ্রগতির অন্যতম একটি স্তম্ভ হল এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই সংস্থার বাজারমূল্য বাড়া-কমার উপরে অর্থনীতির ভাল-মন্দ অনেকটাই নির্ভর করে। এই এক্সচেঞ্জেই প্রথম ইলেকট্রনিক মোডে ট্রেডিং করা শুরু হয়। ১৯৯৪ সালে NSE এই ব্যবস্থা প্রবর্তন করে সাড়া ফেলে দিয়েছিল। প্রযুক্তির ব্যবহারের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে এই স্টক এক্সচেঞ্জের উপর। কাজে এবং ট্রেডিংয়ের সমস্ত সূক্ষ্ম ক্ষেত্রে স্বচ্ছ্বতা এসেছে।
BSE স্টকে বিরাট পতন
২৯ এপ্রিল সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE Share Price) শেয়ারে বিরাট পতন লক্ষ্য করা গিয়েছে। গতকাল বাজার খোলার সঙ্গে সঙ্গেই BSE-র স্টকের দাম ৩২১০ টাকা থেকে ৬০০ টাকা কমে যায় অর্থাৎ ১৯ শতাংশ কমে ২৬১২ টাকায় বন্ধ হয়। একটি ট্রেডিং সেশনে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে BSE-র শেয়ারে। তবে কিছুটা বাড়ে শেয়ারের দাম। সব মিলিয়ে ১৩.৬৮ শতাংশ পড়ে ২৭৭১.২৫ টাকায় বন্ধ হয় এই শেয়ার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Yes Bank: ত্রৈমাসিকের ফল বেরোতেই বিরাট লাফ, সপ্তাহের শুরুতেই কত মুনাফা ইয়েস ব্যাঙ্কের শেয়ারে ?