সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মনোনয়ন জমা দিতে এসে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ! 


সোমবার চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে চুঁচুড়া মাঠ পর্যন্ত মিছিল করে তৃণমূল। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ মনোনয়নপত্র জমা দিতে আসেন। পুরনো জেলাশাসক অফিসে ঢোকার মুখেই মা সন্ধ্যা বাগকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন মিতালী। 


জীবনে প্রথম সাধারণ ভোটে অংশগ্রহণ করতে পেরে আপ্লুত হয়ে পড়েন। বারে বারে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। হঠাৎ এই কান্না দেখে হতবাক হয়ে যান বিধায়ক থেকে দলীয় কর্মীরা। যদিও এ বিষয়ে মিতালীর যুক্তি, বাবাকে হারিয়েছি। আজ বাবার কথা খুব মনে পড়ছিল। সম্বল বলতে একমাত্র মা। সেই আমার কাছে সবকিছু। 


সেই সঙ্গে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে ভোলেননি। তিনি বলেন, দিদি আমার উপর আস্থা ও ভরসা রেখেছে। সেই ভরসার মর্যাদা রাখব । মা এবং দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছে । এই আরামবাগ থেকেই জয় পাবে তৃণমূল । কোনও প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াবে না ।


আরও পড়ুন, শাহজাহানের টাকার ভাগ পেয়েছেন মন্ত্রীরাও? আদালতে 'বিস্ফোরক' দাবি ইডির


উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগের ভূমিকন্যা মিতালী বাগের নাম ঘোষণা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেশায় যিনি অঙ্গনওয়ারি কর্মী। বছর ৪৮ এর মিতালী অবিবাহিত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করে ২০১১ সালে। বর্তমানে গোঘাটের দোতলা মাটির বাড়িতে বসবাস করেন তিনি। বাবা মদনমোহন বাগ তিনিও ছিলেন একনিষ্ঠ তৃণমূল কর্মী। ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 


এরপরেই গুরু দায়িত্ব পড়ে মিতালীর উপর। মা সন্ধ্যা বাগকে নিয়ে শুরু হয় তার পথ চলা। মনোনয়ন জমা দিতে এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মিতালী বলেন, আজ বাবা থাকলে দু'হাত ধরে মনোনয়ন জমা দিতে যেতাম। কিন্তু বাবা নেই তাই মায়ের দুটো হাতেই জড়িয়ে ধরি। মা ও দলীয় কর্মীদের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপরে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে