Oben Rorr: বেঙ্গালুরু-ভিত্তিক ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ওবেন ইভি ভারতীয় বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করেছে। কোম্পানি এটর নাম দিয়েছে ওবেন রোর। এর দাম ১ লাখ টাকার কম। সবথেকে বড় বিষয় হল, বাইকটি সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। এর ব্যাটারিও মাত্র 2 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। 18 মার্চ থেকে বাইকটির প্রি-বুকিং শুরু হবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে মাত্র 999 টাকায় বুক করা যাবে এই বাইক।


নতুন ওবেন রোর ইলেকট্রিক বাইকের ফুল-লোডেড সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে 99,999 টাকা (এক্স-শোরুম, মহারাষ্ট্র)। প্রথম ধাপে সাতটি রাজ্যে এটি চালু করা হয়েছে। রাজ্য অনুযায়ী দাম আলাদা হতে পারে এই বাইকের। কোম্পানি বলছে যে, বাইকের টেস্ট ড্রাইভ মে মাসে শুরু হবে। গ্রাহকদের ডেলিভারি জুলাই 2022 থেকে শুরু হবে। এটি OLA S1-এর মতো স্কুটার ছাড়াও Revolt Motors RV 400 ও Komaki M-5-এর মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে।


3 সেকেন্ডে 0-100kmph


স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে একটি 4.4 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা একটি 10 ​​কিলোওয়াট বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত। মোটরটি 62Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম ও মাত্র 3 সেকেন্ডে 0-40 Kmph থেকে গতিবেগে পৌঁছতে পারে। বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে – ইকো, সিটি ও হ্যাভোক। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার। কোম্পানির দাবি, এটি সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এছাড়াও, এর ব্যাটারি পুরোপুরি চার্জ হতে প্রায় 2 ঘণ্টা সময় নেবে।


রাস্তায় বেরোলেই নজর কাড়বে বাইক


লুক ও ডিজাইন সম্পর্কে কথা বললে, এটি আপনার নজর কারবেই। এতে একটি গোল LED হেডল্যাম্প ও সামনের দিকে LED DRL রয়েছে৷ এতে LED টার্ন ইন্ডিকেটর ও একটি LED টেইল্যাম্পও রয়েছে। বাইকটির ট্রিপল-টোন কালার শেড আকর্ষণীয় দেখায়। এতে কানেকটেড টেকনোলজি সহ একটি অল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। কোম্পানি বলছে, নতুন ইলেকট্রিক মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছে। Oben EV আগামী 2 বছরে প্রতি 6 মাসে একটি নতুন পণ্য লঞ্চ করবে বলে খবর।