Electric Bike: বিশ্ববাজারে শীঘ্রই  ক্রজার বাইক আনতে চলেছে ওকিনাওয়া। রয়্যাল এনফিল্ড বা হার্লে ডেভিডসনের মতো দেখতে হবে এই বাইক। গতকাল কোম্পানি জানিয়ে Tacita-র সঙ্গে সহযোগিতায় ইতালিতে তার প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করবে কোম্পানি। পরবর্তী তিন বছরের জন্য এখন সম্প্রসারণের পথে হাঁটছে কোম্পানি। সব মিলিয়ে ২৫ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করতে চলেছে কোম্পানি।


Okinawa Electric Bike: একটি ক্রুজার ইলেকট্রিক বাইক আসবে
শীঘ্রই কোম্পানি গ্লোবাল সেন্টারে ডিজাইন করা প্রথম পণ্য হিসেবে একটি বৈদ্যুতিক ক্রুজার মোটরসাইকেল আনতে যাচ্ছে। কোম্পানির দাবি, এই মোটরসাইকেলটি তার সেগমেন্টে বিশ্ব বাজারে সেরা পারফর্ম করবে। অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই ইলেকট্রিক বাইকে অনেক ফিচার পাওয়া যাবে। Tacita সহ-প্রতিষ্ঠাতা পিয়েরপাওলো রিগো নতুন প্রযুক্তি কেন্দ্রের প্রধান হবেন ও ওকিনাওয়ার গবেষণা ও উন্নয়ন দলের সঙ্গে ভারতে কাজ করবেন। 


Electric Bike: কোম্পানি একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নির্মাণ করবে
এই গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সঙ্গে কোম্পানিটি তার নতুন পণ্য সম্প্রসারণের জন্য পোর্টফোলিওকে আপগ্রেড করতে চলেছে। পরবর্তী প্রজন্মের পণ্যগুলিকে সাপোর্ট করার জন্য একটি নতুন ই-পাওয়ারট্রেন বা ইঞ্জিন তৈরির দিকে মন দিচ্ছে কোম্পানি।


Okinawa Electric Bike: ৫০টি দেশের বিশেষজ্ঞরা কাজ করবেন এখানে
এই কেন্দ্রে কোম্পানি ভারত ও সারা বিশ্ব থেকে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ নিয়োগ করবে । দেশীয় ও আন্তর্জাতিকভাবে কর্মীদের দক্ষতা পরীক্ষা করার জন্য এই কাজ শুরু হবে। Tacita ওয়েবসাইটে বর্তমানে কোম্পানির দুটি ব্র্যান্ডের অধীনে তালিকাভুক্ত ছয়টি বৈদ্যুতিক মোটরসাইকেল রয়েছে, যার মধ্যে রয়েছে টি-ক্রুজ ও টি-রেস।


Electric Bike: এই বিষয়ে ওকিনাওয়া কী বলেছে ?
এই বিষয়ে  ওকিনাওয়া অটোটেক-এর এমডি ও প্রতিষ্ঠাতা জিতেন্দ্র শর্মা  বলেন, “কোম্পানির নতুন কেন্দ্রটি পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক যানবাহনের জন্য ভবিষ্যতের নতুন প্রযুক্তির বিকাশে কাজ করবে। আমরা ভারত ও বিশ্বব্যাপী আমাদের প্রথম উচ্চ-গতির বৈদ্যুতিক ক্রুজার মোটরসাইকেল প্রস্তুত করছি।  Tacita-র আমাদের এই বিষয়ে সহযোগিতা করবে।"


BMW X1: দাম শুরু ৪৫ লক্ষ টাকা থেকে, নতুন প্রজন্মের BMW X1 লঞ্চ হল ভারতে


Car loan Information:

Calculate Car Loan EMI