ম্যাঞ্চেস্টার : প্রথম দুই ওয়ান ডেতে দুই দলই এক-এক ম্যাচ জয়ের পর সিরিজের নির্ণায়ক ম্যাচে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG 3rd ODI)। প্রথম দুই ম্যাচের মতোই টসে জিতে এই ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতীয় বোলাররা কিন্তু রোহিতকে হতাশ করলেন না। ২৫৯ রানেই গুটিয়ে দিলেন ইংল্যান্ডকে। 


দুরন্ত হার্দিক


যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বল হাতে সাত ওভারে মাত্র ২৪ রান খরচ করে চার উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আন্তর্জাতিক ওয়ান ডেতে এটি তার সেরা বোলিং পারফরম্যান্স। গত ম্যাচে চার উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহালও ইংল্যান্ডের টেল এন্ডারদের সাফ করে তিন উইকেট নিজের নামে করেন। হার্দিক, চাহালের দাপটে ৪৫.৫ ওভারে ২৫৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে সর্বাধিক ৬০ রান করেন দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)।


তবে বুমরার বদলে ভারতীয় একাদশে সুযোগ পাওয়া সিরাজ শুরুটা জনি বেয়ারস্টো এবং জো রুট, উভয়কেই শূন্য রানে ফিরিয়ে দারুণভাবে করলেও, শেষ পর্যন্ত সেই ফর্ম ধরে রাখতে পারলেন না। ৭.৩৩ রান প্রতি ওভারে নিজের নয় ওভারে ৬৬ রান খরচ করলেন ভারতীয় ফাস্ট বোলার। নিজের প্রথম ওভারে দুই সাফল্যের পর আর কোনও উইকেটও পাননি তিনি।


নজর ভারতীয় ব্যাটিংয়ের দিকে


এবার সব নজর ভারতের ব্যাটিং লাইন আপের দিকে। সিরিজ জিততে ২৬০ রানের লক্ষ্য খুব একটা বড় নয়। তবে তিন বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাঠেই অল্প রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও, ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল ভারত। তাছাড়া গত ম্যাচেই মাত্র ২৪৭ রান তাড়া করতে নেমেও চূড়ান্ত ব্যর্থ হন ভারতের ব্যাটাররা। তাই নিঃসন্দেহে চাপ তো থাকবেই। দ্বিতীয় ইনিংসে নজর থাকবে বিরাট কোহলির দিকেও। প্রাক্তন ভারতীয় অধিনায়ক কী পারবেন নিজের খারাপ ফর্ম ঝেড়ে ফেলে রানে ফিরত?


আরও পড়ুন: IND vs ENG, 3rd ODI Live Blog: বল হাতে হার্দিক, চাহালের দাপটে ২৫৯ রানেই শেষ ইংল্যান্ডের ইনিংস