Ola Electric Car: ভারতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একগুচ্ছ নতুন লঞ্চ করেছে ওলা (Ola Electric) কর্তৃপক্ষ। তার মধ্যেই রয়েছে ওলা সংস্থার বহু প্রতীক্ষিত ইলেকট্রিক গাড়ি (Electric Car)। আপাতত এই গাড়ির (Ola EV) লুক প্রকাশ্যে এসেছে। কিছু কিছু ফিচার এবং স্পেসিফিকেশনও জানা গিয়েছে। তার সঙ্গে এও জানা গিয়েছে যে ওলার এই ইলেকট্রিক গাড়ি (Ola Electrci Car) ভারতে লঞ্চ হবে ২০২৪ সালে। অর্থাৎ ভারতের বাজারে ওলার এই ইলেকট্রিক গাড়ি আসতে এখনও প্রায় ২ বছর দেরি রয়েছে। ওলা যে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ১৫ অগস্ট এই গাড়ি সম্পর্কে ওলার তরফে কিছু আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এটাও মোটামুটি ভাবে জানা গিয়েছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হল। ওলার ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে এসেছে।
ওলার ইলেকট্রিক গাড়ি সম্পর্কে যা যা জানা গিয়েছে
২০২৪ সালে ভারতে লঞ্চ হবে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। এই গাড়িতে থাকবে ৫০০ কিলোমিটার রেঞ্জ। ওলার ইলেকট্রিক গাড়িতে নিজস্ব Move OS এবং Assisted Driving Capability থাকবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে ওলার ইলেকট্রিক গাড়ি keyless এবং handleless হতে চলেছে। এছাড়াও শোনা গিয়েছে যে ওলার ইলেকট্রিক গাড়িতে একটি All Glass Roof থাকতে চলেছে। এছাড়াও থাকতে পারে একটি Smooth Aerodynamic Body।
সাধারণত যেসব সংস্থা ইলেকট্রিক গাড়ি নির্মাণের জন্য জনপ্রিয় তাদের থেকে ভাল রেঞ্জ পাওয়া যাবে ওলার ইলেকট্রিক গাড়িতে, এমনটাই শোনা গিয়েছে। Tata Nexon EV Max কিংবা আসন্ন Mahindra XUV400 electric গাড়িকেও ওলার ইলেকট্রিক গাড়ি টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি অনুমান করা হচ্ছে যে নতুন ২১৭০ লিথিয়াম আয়ন সেল থেকে তৈরি হওয়া শক্তিশালী ব্যাটারি প্যাক থাকবে ওলার ইলেকট্রিক গাড়িতে। ওলা কর্তৃপক্ষই আগে একবার ইঙ্গিত দিয়েছিল যে এই ব্যাটারি তাদের ইলেকট্রিক গাড়িতে থাকতে পারে।
ওলা এস১ ইলেকট্রিক স্কুটার
১৫ অগস্ট ভারতে দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা কর্তৃপক্ষ। এবার লঞ্চ হয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার। ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের থেকে নতুন মডেলের দাম বেশ কিছুটা কম। ৯৯,৯৯৯ টাকায় (এক্স শোরুম) প্রাথমিক ভাবে ভারতে লঞ্চ হয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার।
আরও পড়ুন- ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার এস১ লঞ্চ করল ওলা, প্রি-বুকিং করা যাবে মাত্র ৪৯৯ টাকায়