Ola S1: ভারতে দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার (Ola S1 Electric Scooter) লঞ্চ করল ওলা কর্তৃপক্ষ। ১৫ অগস্ট ওলা এস১ ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter) লঞ্চ হয়েছে দেশে। এর আগে লঞ্চ হওয়া ওলা এস১ প্রো স্কুটারের থেকে এই নতুন মডেল বেশ অনেকটাই সস্তা। গত বছরই এই দিনে ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল ওলা কোম্পানি। তবে এবার যে নতুন ওলা এস১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে তা ফিচারের দিক থেকে আগের স্কুটারের তুলনায় অনেক উন্নত। তাছাড়াও এই নতুন ওলা ইলেকট্রিক স্কুটার বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে লঞ্চ হয়েছে।
ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের দাম, অফার এবং ডেলিভারির সময়
প্রাথমিক ভাবে ৯৯,৯৯৯ টাকায় (এক্স শোরুম) লঞ্চ হয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার। মাত্র ৪৯৯ টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন। ১৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত চলবে এই বুকিং। যাঁরা ১ সেপ্টেম্বর এই ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং করবেন তাঁদের জন্য সেল শুরু হবে। এছাড়াও অন্যদের জন্য সেল শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। ওলা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের নতুন ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে।
ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন স্পেসিফিকেশন
জানা গিয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 3kWh ব্যাটারি। এবার দেখে নেওয়া যাক ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন ড্রাইভিং মোড এবং তার রেঞ্জ।
131 km- ARAI certified128 km- ECO mode101 km- Normal Mode90 km- Sports Mode
ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। মোট ছয়টি রঙে লঞ্চ হয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার। Red, Jet black, Porcelain White, Neo Mint (Blue) এবং Liquid Silver- এই ছ’টি রঙে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে ভারতে।
ওলা এস১ ইলেকট্রিক স্কুটার
ওলা কোম্পানির দ্বিতীয় মডেল হিসেবে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে ভারতে। গত বছর প্রথম এই ইলেকট্রিক স্কুটারের কথা ঘোষণা করেছিল ওলা কর্তৃপক্ষ। একাধিক সফটওয়্যার ফিচার রয়েছে ওলার নতুন এই ইলেকট্রিক স্কুটারে। মিউজিক, নেভিগেশন, কম্পানিয়ন অ্যাপ, রিজার্ভ মোড, Move OS 3- এর আপডেট এবং আরও অনেক কিছু রয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটারে। Ola app থেকে আগ্রহীরা এই ইলেকট্রিক স্কুটারের জন্য প্রি-বুকিং করতে পারবেন। ইএমআই- এর সুবিধাও থাকছে। কিস্তি শুরু হচ্ছে ২৯৯৯ টাকা থেকে।
আরও পড়ুন- Honda CB 300F না KTM 250 Duke ? তুলনামূলক আলোচনায় এগিয়ে কোন বাইক ?