Stock Market: একদিকে ট্রাম্পের চড়া শুল্ক আরোপের কারণে শেয়ার বাজারে বহু সংস্থার স্টকে পতন দেখা দিচ্ছে, বড় ধসও নেমেছে কিছু কিছু শেয়ারে আর অন্যদিকে এই একটি শেয়ারে গত এক মাসে রেকর্ড মুনাফা ! এক মাসেই শেয়ারের দাম বেড়েছে ৫৪ শতাংশ। সংস্থার আইপিও আসার পর থেকেই একে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা ছিল, তবে পরে এই স্টকে (Ola Electric Share Price) ব্যাপক ধস নামে। কিন্তু ফের মাথা চাড়া দিয়েছে শেয়ারের দাম। রকেটের গতিতে দৌড়াচ্ছে। গতকাল সোমবারের বাজারে এই সংস্থার শেয়ারের দাম ৭.৩৩ শতাংশ বেড়ে ৫৮.০১ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত ৫টি ট্রেডিং সেশনে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩০ দিনে এই শেয়ারের দাম ৪৭ শতাংশ লাফ দিয়েছে।
গত বছরের তুলনায় এই সংস্থার বড় ক্ষতি দেখা গিয়েছে আর এই পরিস্থিতিতেই শেয়ারের দাম হু হু করে বাড়তে দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মনে বড় প্রশ্ন যে এই দাম বৃদ্ধির ধারা কি অব্যাহত থাকবে ? আর কেনই বা এত হু হু করে দাম বেড়ে যাচ্ছে শেয়ারের ?
কেন এই র্যালি এসেছে ?
ওলা ইলেকট্রিক সংস্থা তাদের জেনারেশন ৩ স্কুটার রেঞ্জের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের অধীনে স্বীকৃতি পেয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে সংস্থা তার সেলসের উপর ১৩ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত মুনাফা পেতে পারে। আর এই মুনাফা আগামী ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংস্থা জানিয়েছে যে এই পদক্ষেপ কেবল খরচ কমাবে না তাই নয়, বরং সংস্থার লাভও বৃদ্ধি করবে।
ওলা জানিয়েছে যে তাদের জেনারেশন ৩ স্কুটার লাইন-আপ সংস্থার মোট বিক্রির অর্ধেকেরও বেশি। জেনারেশন ২ ও জেনারেশন ৩ উভয় রেঞ্জেই এই সার্টিফিকেশন পেয়েছে। ব্যবসা আরও স্থিতিশীল ও দ্রুততর হবে বলে এর মাধ্যমে মনে করা হচ্ছে।
প্রথম ত্রৈমাসিকেই লোকসান
তবে জুন ত্রৈমাসিকের ফলাফলে ওলা মোবিলিটি সংস্থার (Ola Electric Share Price) এখনও লোকসান অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে ওলা ইলেকট্রিকের লোকসান বেড়ে ৪২৮ কোটিতে পৌঁছেছে। যেখানে গত বছরের একই ত্রৈমাসিকে এই লোকসানের অঙ্ক ছিল ৩৪৭ কোটি টাকা। সংস্থার রাজস্বও ৫০ শতাংশ হারে কমে গিয়েছে। এখন এই রেভিনিউ ৮২৮ কোটিতে নেমে এসেছে সংস্থার। গত বছরের একই ত্রৈমাসিকে এই রাজস্বের অঙ্ক ছিল ১৬৪৪ কোটি টাকা।