Ola Electric: ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ারে খারাপ খবর। এই আইপিও আসার পর শেয়ারের লিস্টিং থেকে এই সংস্থার সুদিন যেন আসছেই না বাজারে। সঙ্কটের ঘন কালো মেঘ যেন এই সংস্থাকে এখনও ঢেকে রেখেছে। ২০২৪-এ স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের (Ola Electric Share Price) লিস্টিংয়ের পর থেকে কোনো ভাল সঙ্কেত দিচ্ছে না। এই বছরের শুরুতেও সমস্যা-সঙ্কুল এই শেয়ার। স্টক মার্কেট রেগুলেটর সেবি সংস্থাকে একটি চিঠিতে (SEBI Warning) সতর্ক করেছে এবং মার্কেট ডিসক্লোজার নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে সংস্থার উপরে।
সমাজমাধ্যমে জানালেন ওলার সিইও
ওলা ইলেকট্রিকের সিএমডি ভবীশ আগরওয়াল সমাজমাধ্যমে সম্প্রতি একটি বড় ঘোষণা করেছিলেন, কিন্তু স্টক এক্সচেঞ্জকে কোনো তথ্য সেই বিষয়ে জানাননি। আর ভবীশের এই পোস্টকে ঘিরেই সেবি সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাকে। মার্কেট ডিসক্লোজার না দিয়ে সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন ভবীশ যা নিয়ম লঙ্ঘনের সামিল। ওলা ইলেকট্রিক মোবিলিটি সংস্থার তরফে এদিন জানিয়েছে যে স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি ফাইলিং না দেওয়ায় সেবির তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে সংস্থাকে।
ভবীশের পোস্টে সেবির ক্ষোভ
ওলা ইলেকট্রিক মোবিলিটি এবং ভবীশ আগরওয়ালকে লেখা চিঠিতে সেবি জানিয়েছে, ২ ডিসেম্বর ২০২৪ সংস্থার পক্ষ থেকে ডিসক্লোজার নিয়ম মেনে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছিল যে ২০ ডিসেম্বর ২০২৪ থেকে তাদের স্টোরের সংখ্যা ৪ গুণ বাড়ানো হবে। সেবি জানিয়েছে এই তথ্যটি বম্বে স্টক এক্সচেঞ্জকে বেলা ১টা ৩৬ মিনিটে জানানো হয়েছিল এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে ১টা ৪১ মিনিটে জানানো হয়েছিল। কিন্তু সংস্থার সিএমডি নিজের এক্স হ্যান্ডলে এই একই তথ্য ২ ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটে জানিয়েছিলেন।
নিয়ম পালনের উপদেশ দিয়েছে সেবি
সেবি তার এই চিঠিতে স্পষ্ট জানিয়েছে, যে কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থার জন্য এটি আবশ্যিক যে সবার আগে যে কোনো তথ্য যেন সেই সংস্থা স্টক এক্সচেঞ্জকে জানায়। এই ক্ষেত্রে দেখা গিয়েছে ওলার পক্ষ থেকে সবার আগে স্টক এক্সচেঞ্জকে স্টোর বাড়ানোর তথ্য দেওয়া হয়নি, কিন্তু সমাজমাধ্যমে তা দেওয়া হয়েছে।
সেবি জানিয়েছে, বাজার নিয়ন্ত্রক এই নিয়ম লঙ্ঘনকে কড়া নজরে দেখেছে, সেবির নিয়মের অধীনে এই বিষয়ে ভবিষ্যতে আরও কড়াকড়ি বজায় থাকবে। আর যদি সেক্ষেত্রে এই নিয়ম আবারও না মানা হয়, সেবি পদক্ষেপ করবে সংস্থার বিরুদ্ধে।
আর এই সেবির সতর্কবার্তার পরেই সংস্থার শেয়ারের দাম কমতে শুরু করেছে। আজ সকালে বাজার খোলার পরেই শেয়ারের দাম ২ শতাংশ কমে খুলেছে। প্রি-ওপেন সেশনে ৭৯.১৬ টাকায় বন্ধ হয়েছে শেয়ারের দাম।
আরও পড়ুন: HDFC Bank: এই ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে সুখবর, কমল সুদের হার; হোম লোন EMI কমবে ?