Ola Electric: ওলা ইলেকট্রিক (Ola Electric) সংস্থা ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে একটি নতুন ইলেকট্রিক ভেহিকেল (EV) লঞ্চ করতে চলেছে একথা মোটামুটি ভাবে স্পষ্ট। সম্প্রতি সংস্থার সিইও ভাবিশ আগরওয়ালের নতুন ট্যুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে বলা হয়েছে Greenest EV লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা। শোনা যাচ্ছে, ওলার এই লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম করা হবে। খুব তাড়াতাড়ি ওলা ইলেকট্রিকের তরফে নির্দিষ্ট সময় এবং লিঙ্ক প্রকাশ করা হবে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, আগামী ১৫ অগস্টের লঞ্চ ইভেন্টে ওলা ইলেকট্রিক সংস্থা তাদের ভবিষ্যতের অন্যান্য পরিকল্পনাও প্রকাশ করতে পারে। তবে ১৫ অগসট ৭৫তম স্বাধীনতা দিবসে ওলা ইলেকট্রিক সংস্থা ভারতে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ করবে নাকি চারচাকার ইলেকট্রিক গাড়ি (Electric Car) লঞ্চ করবে তা এখনও স্পষ্টভাবে জানায়নি সংস্থা।


 






প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৫ অগস্ট ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল ওলা সংস্থা। তখন লঞ্চ হয়েছিল ওলা এস১ এবং এস১ প্রো- এই দুই ইলেকট্রিক স্কুটার। এই দুই ই-স্কুটার লঞ্চের এক বছরের মাথায় ভারতে নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা। এর মাঝেই বেশ কয়েকবার শোনা গিয়েছে ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা কোম্পানির। ২০২৩ সাল নাগাদ ওলার ইলেকট্রিক গাড়ি বাজারে আসতে পারে বলেও ট্যুইটে আভাস দিয়েছিলেন ভাবিশ আগরওয়াল। এখানেই শেষ নয়, ওলা ইলেকট্রিক সংস্থা ভারতের বাজারে স্পোর্টস কার লঞ্চের পরিকল্পনাও করেছে। অর্থাৎ দু’চাকার যানের পর ক্রমশ ব্যবসা বাড়াতে প্রস্তুত হচ্ছে ওলা ইলেকট্রিক সংস্থা।


ওলার স্পোর্টস কার


কিছুদিন আগে ট্যুইট করে ভাবিশ আগরওয়াল এও জানিয়েছেন যে ওলা সংস্থা ভারতে স্পোর্টস কার- ও লঞ্চ করবে। সিইও- র দাবি ভারতে এখনও পর্যন্ত যত স্পোর্টস কার লঞ্চ হয়েছে তাদের কার্যত তাক লাগিয়ে দিতে দেশে লঞ্চ হবে ওলার ‘স্পোর্টিয়েস্ট’ কার।


আরও পড়ুন- সাড়ে তিন লাখ টাকার স্কুটার ! কিওয়ে আনল ভিয়েস্তে ৩০০, কী এমন বিশেষত্ব ?