কলকাতা: গরু পাচারকাণ্ডে ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম রয়েছে। চার্জশিটে নাম রয়েছে বিকাশ মিশ্র, সায়গল হোসেন, আব্দুল লতিফের নাম। এদিকে আসানসোলের বিশেষ আদালতে অনুব্রতর দেহরক্ষীর জামিনের আবেদন খারিজ হয়েছে। চার্জশিটে দাবি, সায়গল হোসেনের ৪ কোটির সম্পত্তি রয়েছে। চার্জশিটে থাকা ৩জনের সঙ্গে এনামুল হক, সতীশ কুমারের কথোপকথন হয়েছে।  গরুপাচারকাণ্ডে কল রেকর্ডের তথ্য দিয়ে চার্জশিটে জানাল সিবিআই।


হাসপাতালে অনুব্রত: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) CBI’এর কাছে হাজিরা না দিয়ে শারীরিক পরীক্ষার জন্য SSKM হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! ‘অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’। জানিয়ে দিলেন এসএসকেএমের চিকিৎসকরা। আজ চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।


আর এ’দিনই আসানসোল আদালতে (Asansol Court) গরু পাচারকাণ্ডে আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল CBI। এর আগে আরও দুটি চার্জশিট জমা দেওয়া হয়েছে।


চার্জশিটে সায়গলের নাম: সূত্রের খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেন, বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র ও গরু পাচারকারী ও প্রভাবশালীদের মধ্যস্থতাকারী শেখ আব্দুল লতিফের। প্রতারণা, ষড়যন্ত্র, সরকারি কর্মী হিসেবে ঘুষ নেওয়া ও দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।


প্রচুর সম্পত্তির হদিশ: সূত্রের খবর, চার্জশিটে বলা হয়েছে, সায়গল হোসেন প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গেছে। মনে করা হচ্ছে, গরু পাচারকারীদের থেকে নেওয়া টাকা থেকে এই সব সম্পত্তি করা হয়েছে। এই সব সম্পত্তি শুধু সায়গল হোসেনের (Saigal Hossain) নাকি অন্য কারও সম্পত্তি তার নামে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 


বিকাশ মিশ্র (Vikash Mishra) গরু পাচারকারীদের (Cow Smuggling Case) টাকা টাকা নিয়েছেন। সেই টাকা প্রভাবশালীদের কাছে গেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে CBI যে চার্জশিট দিয়েছিল, তাতে নাম রয়েছে BSF’এর কমান্ড্যান্ট সতীশ কুমার ও গরু পাচারের কিংপিন এনামূল হকের। 


আরও পড়ুন: Anubrata Mondal: 'প্রয়োজন নেই’ 'অনুব্রতকে ভর্তি নিল না এসএসকেএম