নয়াদিল্লি: আত্মপ্রকাশের আগেই রেকর্ডের পর রেকর্ড ভাঙছে ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)। আগেই ২৪ ঘণ্টায় এক লক্ষ গাড়ির বুকিং হয়েছিল ওলা স্কুটারের। এবার এই সংস্থার কর্ণধার জানিয়েছেন, দেশের ১,০০০-এরও বেশি শহর থেকে বুকিং হয়েছে গাড়ির। নতুন কোম্পানি হিসাবে যা নজির গড়েছে মার্কেটে।


এ প্রসঙ্গে ট্যুইট করেছেন ওলার চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল(Bhavish Aggarwal)। তিনি বলেন, ''ইতিমধ্যেই দেশের হাজারেরও বেশি শহর থেকে ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং হচ্ছে। প্রথম দিন থেকেই দেশের সব জায়গায় স্কুটারের ডেলিভারি ও সার্ভিস পৌঁছে দেবে কোম্পানি। ১৫ অগাস্টে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আশা করি, আমরা সবাই একসঙ্গে এই বিপ্লবেরও অংশ হতে পারব।'' 


১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে আত্মপ্রকাশ করতে চলেছে ওলা ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি স্কুটারের রং সামনে এনেছে কোম্পানি। ম্যাটের পাশাপাশি গ্লসি ফিনিশ, ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক স্কুটারের রং নিয়ে উৎসাহ ছিল ক্রেতাদের মনে। ভিডিও ট্যুইট করে সেই কৌতূহল দূর করেছেন কোম্পানির সিইও। ভাবিশ বলেছেন, ''১০ রঙের বিপ্লব, ঠিক যেমনটা আপনারা চেয়েছিলেন। কোন রঙটা আপনার পছন্দ ? আমি জানতে চাই। এখনই http://olaelectric.com-এ গিয়ে রিজার্ভ করুন।''


স্কুটারের সম্ভ্যাব্য স্পেসিফিকেশন


শোনা যাচ্ছে, স্বাভাবিক চার্জে ১০০-১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে ওলা ইলেকট্রিক স্কুটার। খোলা যায় এমন লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে স্কুটারে। অ্যালয় হুইল, টেলিস্কোপিক সাসপেনশন ছাড়াও স্কুটারে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল। বিভিন্ন অটো সাইটগুলোর খবর বলছে, ইতিমধ্যেই Series S, S1 ছাড়াও S1 Pro নামে ট্রেডমার্ক নিয়েছে কোম্পানি। সম্ভবত এই নামে মডেল ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওলা।


ওলা ইলেকট্রিক স্কুটারের রং


১০ রঙের বাহার ধরা পড়েছে ওলা ইলেকট্রিক স্কুটারে। তবে ছবি পোস্ট করলেও রঙের সঠিক নাম এখনও জানাননি ভাবিশ। অটো ব্লগারদের ধারণা, স্কুটার লঞ্চ করার সময় তা প্রকাশ্যে আনবে কোম্পানি। ছবিতে দশ রঙে ম্যাট ও গ্লসি ফিনিস দুই দেখা গিয়েছে। স্কুটারে সাদা, কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপির রঙবাহারি। এ ছাড়াও অফিসিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার, হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং।


স্কুটারের বুকিং


সম্প্রতি ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়েছে দেশে। কোম্পানির দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।প্রথম থেকেই ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য রাখা হয়েছে ৪৯৯টাকা। কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন।সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।